মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, ইন্টারনেট ব্যবহার মানুষকে আরও বিচারবুদ্ধিসম্পন্ন যুক্তিবাদী করে তুলবে। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে সমালোচনামুখর মানুষ একে অপরকে খুঁজে ফিরছে। প্রাথমিকভাবে, তিনি মনে করেছিলেন ইন্টারনেট তথ্য খোঁজার জন্য।
বিভিন্ন বিষয়ে তথ্য পেয়ে মানুষ নিজেকে সমৃদ্ধ করবে। উদাহরণস্বরূপ, একটি মামলার গুরুত্বপূর্ণ তথ্য খোঁজার জন্য লোকেরা সংবাদপত্রের পরিবর্তে ইন্টারনেটের উপর নির্ভর করবে। ইন্টারনেটে মানুষের অদ্ভুত কার্যকলাপে তিনিও বিস্মিত।
উদ্ভট সব আইডিয়াও বের হচ্ছে ইন্টারনেট থেকে। তিনি এবং ডিজিটাল বিপ্লবের অন্যান্য পথিকৃৎরা কখনই কল্পনাও করেননি যে এটি ঘটবে।
তিনি ‘কিউআনোন’ গ্রুপের কথা তুলে ধরেন। উল্লেখ্য, কিউআনোন মতাদর্শীদের বিশ্বাস, এই পৃথিবী নিয়ন্ত্রণ করে ‘ডিপ স্টেট’।
কট্টর ডানপন্থী এই গ্রুপের সদস্যরা আরো বিশ্বাস করেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্টচক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষায় আমেরিকায় অবতীর্ণ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসব থেকে বিল গেটসের উপলব্ধি, সত্য-মিথ্যা যাচাই করতে এবং যুক্তিবাদী করে তোলার বদলে ইন্টারনেট এখন ভুয়া তথ্য ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে।
০ টি মন্তব্য