“স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ আইসিটি কুইজ প্রতিযোগিতা” ও “স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ প্রোগ্রামিং প্রতিযোগিতা। সকলের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতোয় অনলাইনে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নবন্ধন করে।
এরপর কমপিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা Toph এবং HackerRank- প্ল্যাটফর্মে তাদের প্রোগ্রামিং দক্ষতা প্রদর্শন করে। এরমধ্যে কুইজ প্রতিযোগিতায় (এইচএসসি স্তর),” রায়েদ জামান (স্কলাস্টিকা) ১ম তাওহিদ ইসলাম (শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ) দ্বিতীয় এবং, আদিব জুবায়ের (সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল) তৃতীয় স্থান অধিকার করেছে।
“স্মার্ট বাংলাদেশ ডে ২০২৩ প্রোগ্রামিং কনটেস্টে (এইচএসসি লেভেল) চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোঃ তোফাজ্জল আহমেদ সানি। দ্বিতীয় স্থান অধিকার করেন নাদিদ হোসেন (নটরডেম কলেজ) এবং আসিফ আদনান (নটরডেম কলেজ) তৃতীয় স্থান অধিকার করেছেন।
“স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ প্রোগ্রামিং প্রতিযোগিতায় (বিশ্ববিদ্যালয় পর্যায়)” পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ রনি মীর প্রথম এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মোঃ তাজিম উদ্দিন দ্বিতীয় হয়েছেন।
অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিবলীর মো রহমান আলভে তৃতীয় স্থান অধিকার করেছেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড সিরাজ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে শুক্রবার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।
০ টি মন্তব্য