https://gocon.live/

মহান বিজয় দিবসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আলোচনা সভা

মহান বিজয় দিবসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আলোচনা সভা মহান বিজয় দিবসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আলোচনা সভা
 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরে (১৭ ডিসেম্বর) রাজধানীর গুলিস্থানে জিপিও অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ.কে. এম আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশম (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌ. মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ।

আলোচনা সভায় বিটিআরসির চেয়ারম্যান প্রকৌ: মো: মহিউদ্দিন আহমেদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরো সময় শোষিত ও নিপীড়িত জাতিকে মাথা উচু করে দাঁড়ানোর পথ দেখিয়েছেন।

১৯৭১ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে আত্মদানকারী শহীদদের স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার আদর্শকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল।

আধুনিক অস্ত্রসজ্জিত পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে ঝাপিয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জনগণ বিশ্বের বিভিন্ন দেশে মাথা উচু করে কাজ করে চলেছে।

স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, জাতির পিতা একটি স্বাধীন, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সারাজীবন নিজেকে উৎসর্গ করেন।

স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জিনাত আরা, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: রফিকুল ইসলাম, ডাক অধিদপ্তরের মহাপরিচালক জনাব তরুণ কান্তুি সিকদার।

আলোচনা সভায় টেলিযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, টেলিটক বাংলাদেশ লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা, মেইলিং এন্ড কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্হ দপ্তর ও সংস্থার প্রধানগনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।