জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ মেসেজ পিন করার সুবিধা চালু করেছে। এটি গত কয়েক সপ্তাহে মেসেজিং প্ল্যাটফর্মে যোগ করা বেশ কয়েকটি ফিচারের মধ্যে এটি অন্যতম।
কথোপকথন পিন করার সুবিধা হোয়াটসঅ্যাপে আগে থেকেই ছিল। কিন্তু একটি নির্দিষ্ট সময়ে চ্যাট পিন করার সুবিধা আগে বিদ্যমান ছিল না। এখন থেকে এই সুবিধা চালু হয়েছে।
এই নতুন আপডেটের মাধ্যমে, ব্যবহারকারীরা নির্দিষ্ট বার্তাগুলি পিন করতে সক্ষম হবেন। হোয়াটসঅ্যাপে পিন করা মেসেজ ২৪ ঘণ্টা বা ৩০ দিনের জন্য হাইলাইট হয়ে থাকবে।
চাইলে আনপিন করার সুযোগও থাকছে ব্যবহারকারীর জন্য। ফিচারটি সম্প্রতি চালু হয়েছে। সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।
হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করতে, নির্দিষ্ট মেসেজ কিছুক্ষণ সময়ের জন্য চেপে ধরে রাখতে হবে এবং পিন অপশনটি নির্বাচন করতে হবে। পরবর্তীতে নির্দিষ্ট সময় পর এটি আর পিন করা অবস্থায় থাকবে না।
হোয়াটসঅ্যাপ এই বছরের মাঝামাঝি মেসেজ পিন ফিচার ঘোষণা করেছে। অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বেটা ২.২৩.১৩.১১ সংস্করণে ফিচারটি প্রথম পরীক্ষামূলকভাবে চালু করা করা হয়।
হোয়াটসঅ্যাপ মেসেজ পিন করার ফিচার চালু করেছে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য