মোবাইলফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই (আইএমইআই) সংক্রান্ত সেবা সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত বন্ধ রাখবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।
গত শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে এ কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য। গত শুক্রবার মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় গ্রহকদের এ তথ্য জানিয়েছে বিটিআরসি।
বলা হয়েছে, ১৬০০২ কোডের মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা যাচাই সংক্রান্ত বিদ্যমান সেবা ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটি মোবাইল ফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই সিস্টেম রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা নিজের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি Space দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বর লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে মোবাইল ফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারে।
০ টি মন্তব্য