অ্যান্ড্রয়েড ওএস ব্যবহারকারীদের জন্য সুখবর। মাইক্রোসফট তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কোপাইলট টুলের অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করেছে।
এটি মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে বিং অ্যাপের প্রয়োজন ছাড়াই সরাসরি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করার অনুমতি দেবে। এরই মধ্যে গুগল প্লে স্টোরে কোপাইলট অ্যাপটি প্রকাশ করা হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে মাইক্রোসফট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য কোপাইলট টুল চালু করে। নতুন এ উদ্যোগের ফলে সরাসরি কোপাইলটের সব সুবিধা ব্যবহার করতে পারবে উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
তবে কোপাইলটের আইওএস সংস্করণ কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই। ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি ৪’ প্রযুক্তিতে চলা কোপাইলট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর মতো কাজ করতে পারে।
ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে যেকোনো তথ্য লিখতে পারে এটি কাজে লাগিয়ে। পাশাপাশি চাইলেই নিজেদের প্রয়োজনমতো বিভিন্ন তথ্য ব্যবহার করা সম্ভব ক্যালেন্ডার, ই-মেইল, চ্যাট, ডকুমেন্টস, মিটিং ও কন্টাক্টস অপশন থেকে।
০ টি মন্তব্য