ডিজিটাল ও ইলেকট্রনিক পেমেন্ট সক্ষমতাকে উৎসাহিত করতে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক দেশের বাইরে কার্ড দিয়ে নগদ ও বৈদেশিক মুদ্রা উত্তোলন বন্ধ করেছে।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকটি এই উদ্যোগের মাধ্যমে আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরের পূর্ণতা শেষে নগদ লেনদেন নিরুৎসাহিত শুরু করলো।
২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ কোটার মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যেকোনো বৈধ কেনাকাটা করা যাবে।
ব্র্যাক ব্যাংক সব সময় ডিজিটাল লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করছে। এ ছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটা করা যাবে। এর আগে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্যাংকটি দেশের ভেতরে ক্রেডিট কার্ড থেকে নগদ উত্তোলন বন্ধ করেছিল।
০ টি মন্তব্য