১৯৫০ সালের এই দিনে ডেনমার্কে জন্মগ্রহণ করেন কমপিউটার প্রোগ্রাম লেখার জনপ্রিয় সি++ প্রোগ্রামিং ভাষার জনক বিজার্নি স্টার্সট্রাপ। স্টার্সট্রাপের সি ++ প্রোগ্রামিং ভাষা নিয়ে উল্লেখযোগ্য বেশ কয়েকটি প্রকাশনাও রয়েছে।
বেশ কিছু পুরস্কার ও সম্মাননা দেওয়া হয় পেশায় কমপিউটারবিজ্ঞানী স্টার্সট্রাপকে সি++ প্রোগ্রামিং ভাষা তৈরির জন্য। সে সবের মধ্য উল্লেখযোগ্য হলো এসিএম গ্রেস ম্যুরে হপার অ্যাওয়ার্ড (১৯৯২), আইইইই কমপিউটার সোসাইটি ২০০৪ কমপিউটার এন্টারপ্রিনিউর অ্যাওয়ার্ড (২০০৪), উইলিয়াম প্রক্টর প্রাইজ ফর সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট (২০০৫)।
০ টি মন্তব্য