https://www.brandellaltd.com/

প্রোগ্রামিং ভাষা এপিটি

প্রোগ্রামিং ভাষা এপিটি প্রোগ্রামিং ভাষা এপিটি
 

প্রথমবারের মতো দেখানো হয় উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা অটোমেটিক্যালি প্রোগ্রামড টুলস ল্যাঙ্গুয়েজ (এপিটি)। এপিটি ইংরেজির মতো একটি ভাষা যা যন্ত্রকে বলে দিত, কীভাবে সেটা কাজ করবে।

কমপিউটার সহায়ক উৎপাদনের কাজে এপিটি ব্যবহার করা হতো। যন্ত্র নিজেই যন্ত্র বানাবে এমনটা সম্ভব হয় এপিটির কারণে।


১৯৫৯ সালের ২৮ মার্চ নিউ ইয়র্কার পত্রিকার এক নিবন্ধে বলা হয়, বিমানবাহিনী ঘোষণা দিয়েছে যে তাদের একটি যন্ত্র ইংরেজির মতো ভাষায় একটি নির্দেশনা গ্রহণ করেছে।

যন্ত্রটি এই নির্দেশনা থেকে অন্য যন্ত্রকে শেখানোর কাজও করতে পারবে। বিমানবাহিনীর একজন জেনারেল মন্তব্য করেছিলেন, অন্য কেউ সামলাতে পারবে না, এপিটি ব্যবহার করে এমন যুদ্ধযন্ত্র যুক্তরাষ্ট্র তৈরি করতে পারবে।

মার্কিন কমপিউটার বিজ্ঞানী ডগলাস টেইলর রস এপিটি ভাষা তৈরি করেছিলেন।  









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।