ইউরোপা ক্লিপার বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ মধ্যে একটি। এর পৃষ্ঠের বরফের নীচে একটি নোনা পানির সমুদ্র। অণুজীবের জন্য সমুদ্রকে একটি আদর্শ পরিবেশ হিসেবে বিবেচনা করা হয়।
সেখানে মানব বসতির সম্ভাবনা পরীক্ষা করতে নাসা এই বছরের অক্টোবরের মধ্যে ইউরোপা ক্লিপার উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে।মহাকাশযানটির সময় লাগবে ছয় বছর উৎক্ষেপেণের পর বৃহস্পতির কক্ষপথে পৌঁছাতে।
রোববার পর্যন্ত অভিযান পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপা ক্লিপারের সঙ্গে নিজের নাম যুক্ত করার সুযোগ ছিল। নাসায় এরই মধ্যে ২৪ লাখ মানুষ তাদের নাম জমা দিয়েছেন।
নাসা লাখ লাখ নামের মধ্যে খ্যাতিমান মর্কিন কবি অ্যাডা লিমনের কবিতা তার হস্তাক্ষরের আদলে একটি ধাতব পাতে খোদাই করবে। মহাকাশযানটিতে সেই পাতটি জুড়ে দেওয়া হবে।
সেখানে মানব বসতির সম্ভাবনা পরীক্ষা করতে নাসা এই বছরের অক্টোবরের মধ্যে ইউরোপা ক্লিপার উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে।মহাকাশযানটির সময় লাগবে ছয় বছর উৎক্ষেপেণের পর বৃহস্পতির কক্ষপথে পৌঁছাতে।
রোববার পর্যন্ত অভিযান পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপা ক্লিপারের সঙ্গে নিজের নাম যুক্ত করার সুযোগ ছিল। নাসায় এরই মধ্যে ২৪ লাখ মানুষ তাদের নাম জমা দিয়েছেন।
নাসা লাখ লাখ নামের মধ্যে খ্যাতিমান মর্কিন কবি অ্যাডা লিমনের কবিতা তার হস্তাক্ষরের আদলে একটি ধাতব পাতে খোদাই করবে। মহাকাশযানটিতে সেই পাতটি জুড়ে দেওয়া হবে।
০ টি মন্তব্য