রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সোমবার থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। এই অ্যাপ্লিকেশনটি দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
ইউনিট প্রতি ৭২ হাজারসহ বিভিন্ন কোটার জন্য প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
প্রাথমিক আবেদনকারীদের মধ্যে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ কোটার আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
তিন ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। চার শিফটে হবে পরীক্ষা। শর্ত, অনলাইনে আবেদনপদ্ধতি, রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলি রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানা যাবে।
০ টি মন্তব্য