https://powerinai.com/

মার্স সোসাইটির আয়োজনে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২২ চলছে ১-৪ জুন

যুক্তরাষ্ট্রে ইউআইইউ’র মার্স রোভার দল বর্তমানে ২য় স্থানে অবস্থান করছে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মার্স রোভার দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মার্স রোভার দল
 

মার্স সোসাইটির আয়োজনে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২২ এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) মার্স রোভার দল অংশ গ্রহণ করছে। প্রতিবারের মতো ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ এবারও অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যা চলবে ১-৪ জুন ব্যাপী। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে পাঁচটি দল।

 

বিশ্বের ৯৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ইউআইইউ’র দল বিশ্ব ফাইনালে নির্বাচিত হওয়ার জন্য ১০০টির মধ্যে ৯০.৯২ স্কোর করেছে। বর্তমানে সেখানে ইউআইইউ এর মার্স রোভার দল ২য় স্থানে অবস্থান করেছে। আগামী ৪ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

 

দলটির সরাসরি তত্ত্বাবধানে আছেন ইউআইইউ, সিএসই, বিভাগের প্রভাষক আকিব জামান। উল্লেখ্য, আকিব ইউআরসি ২০২১- এমআইএসটি মঙ্গোল বারোতার টিম লিডার ছিলেন এবং ইউআরসি ২০২১-এর ভার্চুয়াল ফাইনালে শীর্ষস্থান অর্জন করেছিলেন।

 

ইউআইইউ মার্স রোভার দলটি কমপিউটার বিজ্ঞান, বৈদ্যুতিক বিজ্ঞান এবং ব্যবসা সহ বিভিন্ন শিক্ষাগত পটভূমি থেকে ইউআইইউ রোবোটিক্স ক্লাবের ২৫ জনেরও বেশি শিক্ষার্থী নিয়ে গঠিত।

 

এই প্রকল্পের ছাত্রনেতা হলেন ইউআইউ’র সিএসই বিভাগের রকিব হাসান। অন্যান্য সাবটিমগুলোর নেতৃত্বে রয়েছেন দীপ চক্রবর্তী (ভাইস লিড এবং ম্যানেজমেন্ট সাবটিম লিড), আবিদ হোসেন (মেকানিক্যাল সাবটিম লিড), আহমেদ জুনায়েদ তানিম (ইলেক্ট্রিক্যাল সাবটিম লিড), আব্দুল্লাহ আল মাসুদ (সফ্টওয়্যার সাবটিম লিড), টি এম আল আনাম (কমিউনিকেশন সাবটিম লিড) এবং জিদান তালুকদার (সায়েন্স সাবটিম) সীসা)।

 

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) হল কলেজ ছাত্রদের জন্য বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উটাহ মরুভূমিতে প্রতি বছর অনুষ্ঠিত হয়। ইউআরসি ছাত্র দলগুলোকে মঙ্গল গ্রহের পরবর্তী প্রজন্মের রোভারগুলোর ডিজাইন এবং তৈরি করার জন্য চ্যালেঞ্জ করে যা একদিন লাল গ্রহের অন্বেষণে মহাকাশচারীদের সাথে কাজ করবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।