কেক কাটার মধ্য দিয়ে আজ সনি-স্মার্ট ফ্ল্যাগশীপ শো-রুম -এর শুভ উদ্বোধন করেন আরএমডিসি, সনি সাউথ-ইস্ট এশিয়া’র সভাপতি, আতসুশি এন্দো।
শো-রুমটির বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটরশীপের প্রমাণস্বরূপ ও শো-রুমটির উদ্বোধন স্মরণীয় করে রাখার জন্য এসময় তিনি একটি ফলকনামায় স্বাক্ষর করেন এবং জেনুইন পণ্য, জেনুইন মূল্যে, জেনুইন সার্ভিস এবং জেনুইন সেবা প্রদানের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টির অংশ হিসেবে স্থাপিত এই শো-রুমটি স্থাপনের জন্য স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ -এর সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড কে তিনি আন্তরিক অভিনন্দন জানান।
শো-রুমটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ জহিরুল ইসলাম। মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড তাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দেবে। সনি ব্র্যান্ড প্রেমীদের জন্য দেশের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল/ রিফারবিশ্ড পণ্য ক্রয় না করে সর্বদা জেনুইন পণ্য, জেনুইন মূল্যে এবং জেনুইন সেবা পেতে স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেডের সনি-স্মার্ট শো-রুম থেকে পণ্য ক্রয়ের আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল লিঃ -এর বাংলাদেশ শাখার এবং স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড -এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-সহকর্মীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০ টি মন্তব্য