২৯ ফেব্রুয়ারি লিপ ডে হিসেবে পালিত হয়। গুগল ডুডল লোগোতে নতুনত্ব যোগ করে এবং বিশ্ব দিবসটিকে আরও বিশেষ করে তোলে।
এই দিনটি প্রতি চার বছর অন্তর আসে। এটি অনেক লোকের কাছে খুব বিশেষ। বিশেষ করে যাদের জন্ম এই দিনে। কারণ চার বছর পর আবারও জন্মদিন পালনের সুযোগ পাবেন তারা।
এই দিনটি প্রতি চার বছর অন্তর আসে। এটি অনেক লোকের কাছে খুব বিশেষ। বিশেষ করে যাদের জন্ম এই দিনে। কারণ চার বছর পর আবারও জন্মদিন পালনের সুযোগ পাবেন তারা।
গুগলের লোগোতে ২৯ ফেব্রুয়ারির বোঝানোর জন্য ২৮+১ সিম্বল যোগ করা হয়েছে। যা লিপ ডে লা লিপ ইয়ার উদযাপনের নিদর্শন।
সার্চ ইঞ্জিন যে কোনও বিশেষ মুহূর্ত উপলক্ষে অভিনব গুগল ডুডল বানিয়ে থাকে। ২০২৪ সালের পর আবার ২০২৮ সাল এবং ২০৩২ সালে লিপ ইয়ার বা লিপ ডে উদযাপন করার সুযোগ পাবেন মানুষ।
লিপ ইয়ারে ফেব্রুয়ারিতে যে একটা দিন বাড়তি যোগ হয় তাকে বলা হয় লিপ ডে। এই দিনে সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর ৩৬৫ দিন এক বছরের তুলনায় প্রায় ৬ ঘণ্টা বেশি সময় লাগে।
যে কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এই দিনকে লিপ ডে হিসাবে বিবেচনা করা হয়।
০ টি মন্তব্য