গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যেই উন্মোচিত হবে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৫ নামের এই সংস্করণের নানা ফিচার নিয়ে আলোচনা চলছে।
স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার ফিচার থাকবে নতুন সংস্করণে। অ্যাপ আর্কাইভ ফিচারের ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না।
এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই।
অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন।
অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। মিশাল কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান।
অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে।
অ্যাপ আর্কাইভ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে নতুন সংস্করণে
অ্যাপ আর্কাইভ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে নতুন সংস্করণে
কমপিউটার জগৎ রিপোর্ট৪৮৮৮ টি প্রবন্ধ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







-medium.jpg)
-medium.jpg)
-medium.jpg)
-medium.jpg)
০ টি মন্তব্য