https://gocon.live/

এইচপি'র ৭টি মডেল বাংলাদেশ বাজারে ছাড়ার ঘোষণা স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:

এইচপি দ্বাদশ প্রজন্মের ল্যাপটপ বাংলাদেশের বাজারে

এইচপি'র ৭টি মডেল হাতে স্মার্ট টেকনোলজিসি এবং এইচপি’র কর্মকর্তবৃন্দ এইচপি'র ৭টি মডেল হাতে স্মার্ট টেকনোলজিসি এবং এইচপি’র কর্মকর্তবৃন্দ
 

এইচপি ব্রান্ডের দ্বাদশ প্রজন্মের ল্যাপটপ এর লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে ১৪ জুন ২০২২ গাজীপুরের গ্রীন ভিউ রিসোর্টে। অনুষ্ঠানে এইচপি'র মোট ৭টি মডেল বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয় এইচপি এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। মডেল গুলো হচ্ছে এইচপি ১৫এস-এফকিউ ৫৪৮৬টি ইউকোরআইথ্রি, এইচপি১৪এস-ডিকিউ ৫৩৪৫টি ইউকোর আইথ্রি, এইচপি ১৫এস-এফকিউ ৫৭৮৬টি ইউকোর আইথ্রি, এইচপি ১৪এস-ডিকিউ ৫৪৪৫টি ইউকোর আইফাইভ, এইচপি ১৪ এসডিকিউ ৫৫৪৫টি ইউকোর আই সেভেন, এইচপি ১৫এস-এফকিউ ৫৯৮৬টি ইউকোর আই সেভেন এবং এইচপি ১৫এস-এফকিউ ৫৮৮৬টি ইউকোর আই সেভেন। প্রত্যেকটি ল্যাপটপেই ব্যবহার করা হয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের শক্তিশালি প্রসেসর।

 

লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান,  চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং এইচপি সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ তানজীৎ রহমান,  এইচপির পক্ষ থেকে বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কৌশিক জানা এবং বাংলাদেশ-শ্রীলংকা রিজিওন এর মার্কেটিং হেড বিমল কুমার সাহা। তাছাড়াও অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহন করেছেন এইচপি সিপিএস ক্যাটেগরি হেড, বাংলাদেশ-শ্রীলংকা মানিশ গৌরি এবং এইচপি সিপিএস ক্যাটেগরি হেড, ভারত-বাংলাদেশ-শ্রীলংকা নিতিশ সিংগাল।

 

ল্যাপটপগুলো খুব শীঘ্রই বাংলাদেশের প্রতিটি জেলার আইটি শপ ও মার্কেট গুলোতে পাওয়া যাবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।