https://gocon.live/

টিকটক নিষিদ্ধের বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

টিকটক নিষিদ্ধের বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক নিষিদ্ধের বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের বিলে সই করেছেন। টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটি সরিয়ে নিতে ৯ মাস সময় দেয়া হয়েছে।

এ সময়ে পেরিয়ে গেলে এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। 
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি বিল পাস হয় টিকটক নিষিদ্ধ করতে।


গত বুধবার সিনেটে এই বিলটি তোলা হলে ব্যাপক সমর্থন পেয়ে তা পাস হয়। এতে পক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন সিনেটর এবং বিপক্ষে দিয়েছেন ১৮ জন।

মার্কিন আইনপ্রণেতারা এই বিল পাসের ফলে টিকটক নিষিদ্ধের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। গত ১৩ মার্চ জনপ্রিয় এই অ্যাপটি নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়।

সিনেটের অনুমোদনের পর বিলটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়। তার সইয়ের মাধ্যমে এটি আইনে পরিণত হয়েছে।

আর বাইডেন বেশ আগেই এই বিলে সই করার কথা ঘোষণা দিয়ে রেখেছেন। মার্কিন গোয়েন্দা কমিটির প্রধান রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, বহু বছর ধরে আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় অ্যাপের একটির নিয়ন্ত্রণভার দিয়ে রেখেছি, যা বিপজ্জনকভাবে অদূরদর্শী পদক্ষেপ ছিল।

চীনা মালিককে এই অ্যাপটি বেচে দিতে একটি নতুন আইনের দরকার ছিল। এটি আমেরিকার জন্য নেয়া একটি ভালো পদক্ষেপ। 

নতুন এই বিলে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কাছে অ্যাপটির মালিকানা বেচে দিতে বলা হয়েছে। এ জন্য মার্কিন আইনপ্রণেতারা প্রতিষ্ঠানটিকে ৯ মাস সময় বেঁধে দিয়েছেন। 









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।