স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। কিন্তু মনের ভুলে বা ব্যস্ততার কারণে পাঠানো বার্তায় বানান ভুল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়।
ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকে। এ সমস্যা সমাধানে গুগল মেসেজেস অ্যাপে পাঠানো বার্তা সম্পাদনা করার ফিচার চালু করবে।
নতুন এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পাঠানো যেকোনো বার্তার বানান পরিবর্তনসহ নতুন তথ্য যুক্ত করতে পারবে।
তবে মন চাইলেই যেকোনো সময় পাঠানো বার্তার তথ্য পরিবর্তন করা যাবে না। বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে সম্পাদনা করতে হবে।
চাইলে পাঠানো বার্তা এক বা একাধিকবার সম্পাদনাও করা যাবে। এর মাধ্যমে সহজেই তথ্যগত ভুল এড়ানো সম্ভব হবে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বার্তা সম্পাদনার ফিচারটি।
ব্যবহারকারীরা প্রাথমিকভাবে মেসেজেস অ্যাপের নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ এ ফিচার পরখ করতে পারছে। শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এ ফিচার ব্যবহার করা যাবে। মেসেজেস অ্যাপের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে পাঠানো বার্তা সম্পাদনার জন্য পেনসিল আইকন যুক্ত করা হয়েছে।
পাঠানো বার্তা সম্পাদনা করা যাবে মেসেজেস অ্যাপে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য