ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও (শর্টস)।
এবার ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে শর্টসে পিকচার–ইন–পিকচার (পিআইপি) ও স্মার্ট ডাউনলোডস নামের দুটি সুবিধা যুক্ত করেছে ইউটিউব।
এত দিন সাধারণ ভিডিওর জন্য চালু থাকলেও এবার শর্টস ভিডিওর জন্যও পিকচার-ইন-পিকচার সুবিধা যুক্ত করা হয়েছে।
এতে অন্য অ্যাপ ব্যবহারের সময় ইউটিউবে চালু থাকা শর্টস ভিডিও স্মার্টফোনের পর্দার এক কোনায় দেখা যাবে। অর্থাৎ শর্টস ভিডিও দেখার সময়ও স্মার্টফোনের পর্দায় অন্য অ্যাপ ব্যবহার করা যাবে।
এছাড়া স্মার্ট ডাউনলোডস সুবিধার মাধ্যমে বিভিন্ন শর্টস ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনে সংরক্ষণ করা যাবে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও পছন্দের শর্টস ভিডিওগুলো দেখা যাবে।
প্রাথমিকভাবে ইউটিউবের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। প্রসঙ্গত, টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শর্টস সুবিধা চালু করে ইউটিউব।
সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে বিনিময়ের সুযোগ থাকায় ইউটিউবে বড় ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও নিয়মিত প্রকাশ করেন অনেকেই। ব্যবহারকারীদের আরও বেশি শর্টস ভিডিও দেখার সুযোগ দিতেই নতুন সুবিধাগুলো চালু করেছে ইউটিউব।
০ টি মন্তব্য