https://powerinai.com/

কাপ্পা ডট এসএইচ

কাপ্পা ডট এসএইচ কাপ্পা ডট এসএইচ
 
ওয়েবসাইট,  ব্লগ, নিউজলেটার বা ভিডিওর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা কনটেন্ট তৈরির জন্য বিশেষায়িত সেবা কাপ্পা ডট এসএইচ।

অন্য সেবাগুলোর সঙ্গে কাপ্পার বড় পার্থক্য, নিজস্ব ওপেনএআই অ্যাকাউন্টের এপিআই কি ব্যবহার করে কাপ্পা ব্যবহার করা যাবে।

ফলে কাপ্পা ব্যবহারের খরচ কম। কাপ্পা ব্যবহার করে শুধু কি-ওয়ার্ড থেকেই লেখার আউটলাইন তৈরি করা যাবে। নিজ থেকে আউটলাইন এবং শিরোনামও দিয়ে দেওয়া যাবে।
এরপর কাপ্পা আউটলাইন অনুযায়ী কনটেন্ট লিখে দেবে। লেখার জন্য এসইও সাজেশনও কাপ্পা থেকেই পাওয়া যাবে, সাইটেশন প্রয়োজন হলে সেটাও কাপ্পা বসিয়ে দিতে পারবে।

এরপর লেখাটি সরাসরি কাপ্পা থেকেই ওয়ার্ডপ্রেস চালিত সাইটে পাবলিশও করা যাবে। একাধিক কনটেন্টও একসঙ্গে জেনারেট করার সেবা দিচ্ছে কাপ্পা। সেবাটির জন্য বছরে ১৫০ ডলার অথবা পাওয়ার প্যাকের জন্য গুনতে হবে মাসে ৫০ ডলার।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।