প্রযুক্তি জগতে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জোয়ার। প্রযুক্তি গণমাধ্যমগুলোর ফোকাস থেকে অনেকটাই সরে গিয়েছে ‘মেটাভার্স’।
এতে যে এই প্রযুক্তিটির প্রসারণ মোটেও থেমে নেই, তা বোঝা গেছে ব্রিটিশ মিউজিয়াম ও স্যান্ডবক্সের নতুন এক চুক্তিতে।
সম্প্রতি ব্রিটিশ মিউজিয়াম নিজেদের ভবিষ্যৎ মেটাভার্স মিউজিয়ামের জন্য ননফাঞ্জিবল টোকেন (এনএফটি) সংগ্রহশালা তৈরি করতে ইথারিয়াম-ভিত্তিক মেটাভার্স গেম ‘দ্য স্যান্ডবক্স’-এর সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে।
এর আলোকে দশর্নার্থীরা স্যান্ডবক্সের মেটাভার্স জগতে ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনী উপভোগ করতে পারবেন। এ চুক্তির আলোকে প্রদর্শিত বস্তুগুলোর একটি এনএএফটি ভার্সন নিয়ে তৈরি ভার্চুয়াল ব্রিটিশ মিউজিয়াম গেমটিতে যুক্ত হবে।
এছাড়া ব্রিটিশ মিউজিয়াম নিজেও কিছু এনএফটি সংগ্রহ করে প্রদর্শণীর জন্য রাখতে চাইছে। স্যান্ডবক্স গেমাররা এসব দেখতে পারবেন।
দ্য স্যান্ডবক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও সহ-প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান বোরগেট বলেছেন, ‘(চুক্তিটি) স্যান্ডবক্স খেলোয়াড়দের জন্য।
তারা যেখানেই থাকুক না কেন, মানব ইতিহাস, শিল্প ও সংস্কৃতির বিস্ময়কর সম্পদ সম্পর্কে জানার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ যা ব্রিটিশ মিউজিয়াম অফার করছে।
ব্রিটিশ মিউজিয়ামের একজন প্রতিনিধিও বলেছেন, তারা সংগ্রহ ভাগ করে নেওয়া এবং নতুন দর্শনার্থীদের কাছে পৌছানোর নতুন ও উদ্ভাবনী উপায়গুলো অন্বেষণ করতে আগ্রহী।
১৭৫৩ সালে প্রতিষ্ঠিত জাদুঘরটির জন্য এনএফটি জগতে বিচরণ নতুন কিছু নয়। সম্প্রতি ৩টি এনএফটি সংগ্রহ নিয়ে লা-কালেকশনের সঙ্গেও কাজ করেছে তারা।
০ টি মন্তব্য