বিশ্বব্যাপী চলতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জোয়ারে এবার এআই ডাক্তার আনতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল। মেড-পাম২ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাটি চিকিৎসাসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
এমনকি তার ক্লিনিক্যাল ট্রায়াল হাসপাতালেই নেওয়া হচ্ছে। আপাতত মেড-পাম২ রোগী থেকে তথ্য নিয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও রিপোর্ট দেখার কাজ করছে এবং গুগলের এই কৃত্রিম বুদ্ধিমত্তার নেওয়া কোনো সিদ্ধান্তকে বিবেচনা করা হচ্ছে না।
তবে গুগল তাদের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যাচাই করার জন্য বেছে নিয়েছে মায়ো ক্লিনিককে। এর অনেকগুলো শাখা থাকলেও ঠিক কোনটিতে ট্রায়াল চলছে তা জানায়নি কোম্পানিটি।
চলতি বছরের মে মাসে গুগল আই/ও সম্মেলনেই বৃহৎ ভাষামডেল-ভিত্তিক চ্যাটবট পাম২ আনার ঘোষণা দিয়েছিল গুগল। মেড-পাম২ চ্যাটবট পাম২-এরই বিশেষ সংস্করণ।
মেড-পাম২-এর যাচাই করা রোগীদের তথ্যে একমাত্র তারই নিয়ন্ত্রণ থাকবে। এমনকি গুগলও সেসব তথ্যে প্রবেশাধিকার পাবে না।
অর্থাৎ রোগীদের তথ্যের সুরক্ষায় কোনো আপস করতে চাইছে না কোম্পানিটি। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রাইভেসি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য খাতসংক্রান্ত প্রযুক্তিতে কাজের পরিধি বাড়িয়েছে গুগল। এর আগে চলতি বছরেই গুগল লেন্সে নতুন স্কিন কনডিশন রিকগনিশন ফিচার চালু করেছে গুগল।
অ্যান্ড্রয়েড ও আইওসের স্মার্টফোনের জন্য বানানো ইমেজ রিকগনিশন অ্যাপে নতুন এই ফিচার মিলছে। এর মাধ্যমে ত্বকের রোগ শনাক্তকরণের ক্ষেত্রে যে কেউ স্মার্টফোনের সহায়তা নিতে পারছেন।
মনে করুন, আপনার ত্বকে ফুসকুড়ি দেখা গেছে, স্মার্টফোনের লেন্সের ওপর ধরলে কিংবা আগে তোলা ছবি গ্যালারি থেকেও সিলেক্ট করে স্কিন কনডিশন রিকগনিশন ফিচার দিয়ে ত্বকের সমস্যা শনাক্ত করতে পারছেন।
গুগল বলছে, চিত্র শনাক্তকরণ এই প্রযুক্তির ওপর ভিত্তি করে ত্বক সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, আর এটি চর্মরোগ বিশেষজ্ঞের বিকল্পও নয়।
তবে এটি আপনাকে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে আপনার ত্বকের সমস্যা আসলে কী প্রভাব ফেলছে, সে সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে সাহায্য করবে।
০ টি মন্তব্য