সুরক্ষিত ভিডিও কনফারেন্সিং সিস্টেম ‘বৈঠক’ তৈরির জন্য ‘‘বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটি’ ক্যাটাগরিতে ক্যাটাগরিতে বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের (বিসিসি) এবং ‘শিক্ষক বাতায়ন’ তৈরির জন্য ‘ক্যাপাসিটি বিল্ডিং’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইরফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)-২০২৪ অর্জন করে বাংলাদেশ।
তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের সক্ষমতার বৈশ্বিক স্বীকৃতি স্বরূপ অর্জিত এই আন্তর্জাতিক পুরস্কার দুটি গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
এসময় আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, এটুআই প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
গত ২৮ মে সুইজারল্যান্ডের জেনেভাস্থ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন (আইটিইউ) এর সদর দফতর থেকে উইনার ও চ্যাম্পিয়ন পদকটি গ্রহণ করেন জুনাইদ আহমেদ পলক।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেয়া ১ হাজার ৪৯টি প্রকল্প থেকে বাছাই করে ৩৬০টি প্রকল্পের মধ্যে এ বছর ১৮টি প্রজেক্টকে বিজয়ী ও ৯০টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়।
ওই দিন আইটিইউর পরিচালক ড.কসমাস লাকিসন যাভাযাভার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এখানে আরো উপস্থিত ছিলেন এটুআইয়ের যুগ্ম-প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান।
০ টি মন্তব্য