জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ জটিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের গাড়িতে চ্যাটজিপিটির ব্যবহার পরীক্ষা করে দেখেছে।
চ্যাটজিপিটি টেক্সট থেকে নির্দেশনা নিয়ে থাকলেও মার্সিডিজ-বেঞ্জের গাড়িতে বেটা টেস্টিংয়ের জন্য এটিকে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ি চালানোর সময় রাস্তার দিকে লক্ষ্য রেখে ও ড্রাইভিং হুইলে হাত রেখেই চালক ‘গন্তব্যে পৌঁছাতে আর কয় মাইল বাকি আছে?’ কিংবা ‘নতুন কোনো রান্নার রেসিপি’ সংক্রান্ত প্রশ্ন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারবে।
চ্যাটজিপিটির নতুন এ বেটা ভার্সন কেবল যুক্তরাষ্ট্রের রাস্তায় থাকা ৯ লাখের বেশি মার্সিডিজের গাড়িতে থাকা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘এমবাক্স ইনফোটেইনমেন্ট সিস্টেম’-এ যুক্ত করা হবে।
চালকদের এমবাক্স চালু করে ভয়েস কমান্ডে বলতে হবে, ‘হেই মার্সিডিজ, আমি বেটা প্রোগ্রামে যুক্ত হতে চাই।’ আর এই আপডেট পেতে মার্সিডিজ ব্যবহারকারীদের কোনো বাড়তি চার্জ গুনতে হবে না।
কোম্পানিটি বলছে, চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করার ফলে তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হবে আরও প্রাকৃতিক। এর সবচেয়ে বড় সুবিধা হলো গাড়ির চালককে কোনো নির্দিষ্ট ফাংশন সক্রিয় করতে বিশেষ কোনো বাক্যাংশ মনে রাখতে হবে না।
০ টি মন্তব্য