https://powerinai.com/

চর্মরোগ শনাক্ত করবে গুগল লেন্স

চর্মরোগ শনাক্ত করবে গুগল লেন্স চর্মরোগ শনাক্ত করবে গুগল লেন্স
 
গুগল লেন্সে নতুন স্কিন কনডিশন রিকগনিশন ফিচার চালু করেছে গুগল। অ্যান্ড্রয়েড ও আইওসের স্মার্টফোনের জন্য বানানো ইমেজ রিকগনিশন অ্যাপে নতুন এই ফিচার মিলবে। 

এর মাধ্যমে ত্বকের রোগ শনাক্তকরণের ক্ষেত্রে যে কেউ স্মার্টফোনের সহায়তা নিতে পারবেন। মনে করুন, আপনার ত্বকে ফুসকুড়ি দেখা গেছে, স্মার্টফোনের লেন্স এর ওপর ধরলে কিংবা আগে তোলা ছবি গ্যালারি থেকেও সিলেক্ট করে স্কিন কনডিশন রিকগনিশন ফিচার দিয়ে ত্বকের সমস্যা শনাক্ত করতে পারবেন। 

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, চিত্র শনাক্তকরণ এই প্রযুক্তির ওপর ভিত্তি করে ত্বক সম্পর্কিত কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, আর এটি চর্মরোগ বিশেষজ্ঞের বিকল্পও নয়।

তবে এটি আপনাকে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে আপনার ত্বকের সমস্যা আসলে কী প্রভাব ফেলছে, সে সম্পর্কে প্রাথমিক ধারনা পেতে সাহায্য করবে। 
এই ফিচারটি ত্বকের অবস্থার কথা মাথায় রেখে ডিজাইন করা হলেও আপনার ঠোটে আঁচড়, মাথার চুল পড়ার মতো সমস্যাও শনাক্ত করতে পারবে।

নতুন এই স্বাস্থ্য ফিচার ছাড়াও গুগলের ব্লগপোস্টে আরও বলা বলেছে, গুগল লেন্স অ্যাপ আপনাকে আপনার গনিতের হোমওয়ার্ক, ম্যাচিং পণ্যের কেনাকাটা, কাছাকাছি রেস্তোরায় পরিবেশিত অনুরূপ খাবারের সন্ধান পেতে সাহায্য করবে। 

এছাড়াও গুগল ঘোষণা করেছে, তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল বার্ড শীঘ্রই গুগল লেন্সের সঙ্গে একীভূত হবে। ফলে গুগল লেন্স হবে আরও শক্তিশালী।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।