https://powerinai.com/

লংবিচে শুরু বিডিনগ ১৮তম সম্মেলন

লংবিচে শুরু বিডিনগ ১৮তম সম্মেলন লংবিচে শুরু বিডিনগ ১৮তম সম্মেলন
 
পর্যটন নগরী কক্সবাজারের লংবিচ হোটেলে গত শুক্রবার সকাল থেকে বসছে নেটওয়ার্ক প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ অপারেটর নেটওয়ার্কের (বিডিনগ) ১৮তম সম্মেলন।

দেশে সাংগঠনিক কার্যক্রমের ১০বছর পূর্তিতে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে অনুষ্ঠানস্থালে হাজির হয়েছেন ৬জন ফেলো ও ২৫০জন নিবন্ধিত প্রশিক্ষণার্থীসহ প্রায় অর্ধশত অতিথি। 

সকাল সাড়ে ১১টা নাগাদ সম্মেলনের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এবং সংসদে ক্ষমতাসীন দলের হুইপ মোঃ সাইমুম সরওয়ার কমল। 

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে অপারেশনাল নেটওয়ার্ক সেশনের মাধ্যমে শুরু হবে ৪দিন ব্যাপী বিডিনগ১৮। এই সেশনগুলোতে নেটওয়ার্কিংয়ের সফটওয়্যার ব্যবহারের ধারণা এবং হাতে কলমে প্রয়োগের বিষয় জানতে পারবেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষক হিসেবে থাকছেন ফাইবার অ্যাট হোমের হাসান উজ জামান আশীক। টাইগারফিড ব্যবহার শেখাবেন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এড্যুকেশন নেটওয়ার্কের আবু নাসের মোঃ নাফিউ।
এছাড়াও এডিএন টেলিকমের আবু সুফিয়ান শেখাবেন ওপেন সোর্স টিসিপি অথবা নেটফ্লো লং সার্ভারের ব্যবহার। এরপরই বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ এবং কো-হোস্ট এর পক্ষে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

বিডিনগ সাধরাণ সম্পাদক বরকতুল আলম বিপ্লবের সঞ্চলনায় অনুষ্ঠানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে নেটওয়ার্কের সর্বোচ্চ মানের ব্যবহারের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিডিসাফ সাধারণ সম্পাদক মুহিব্বুল মুক্তাদির তানিম। 

দিনের তৃতীয় সেশন হবে বাংলাদেশে ডাটা স্টোর স্থাপনের প্রকৌশল কাঠামোর ওপর। এ নিয়ে বিস্তারিত তুলে ধরবেন ফাইবার অ্যাট হোমের খান মুহাম্মাদ ফুয়াদ। 

বিডিনগ সাধরাণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব জানিয়েছেন, বিগত ১০ বছরের ন্যায় এবারও অত্যন্ত সফভাবে এ প্রোগ্রামটি সম্পন্ন হবে বলে আশা করছি।

অন্যান্য যেকোনো সময় আসছে এই বছর সবচেয়ে বেশি অংশগ্রহণকারীর সারা পেয়েছি। এই প্রোগ্রামে ৬ জনকে আমরা ফেলোশিপ দিয়েছি। এর মধ্যে দুজন নারী প্রকৌশলী রয়েছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।