ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউব শর্টস। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে।
টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার শর্টস ভিডিওতে কৃত্রিম কণ্ঠস্বরে তৈরি ধারাভাষ্য (ভয়েস ওভার) যুক্তের সুবিধা চালু করেছে ইউটিউব।
নতুন এ সুবিধা চালুর ফলে শর্টস নির্মাতারা নিজেদের তৈরি যেকোনো ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম কণ্ঠস্বরের ধারাভাষ্য যুক্ত করে প্রকাশ করতে পারবেন।
ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম কণ্ঠস্বরের ধারাভাষ্য যুক্তের জন্য ইউটিউব শর্টসে টেক্সট তৈরির পর ‘অ্যাড ভয়েস’ আইকনে ট্যাপ করতে হবে।
এরপর ওপরের বাঁ দিকে ট্যাপ করে কাঙ্ক্ষিত নমুনা কণ্ঠস্বর নির্বাচন করতে হবে। ইউটিউব শর্টসে প্রাথমিকভাবে চারটি কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করা যাবে।
কণ্ঠস্বর নির্বাচনের পর ভিডিওর পটভূমিতে ধারাভাষ্য শোনা যাবে। কৃত্রিম কণ্ঠস্বরের ধারাভাষ্য যুক্তের পাশাপাশি সব ধরনের ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন লেখার সুবিধাও চালু করেছে ইউটিউব।
এর ফলে নির্মাতাদের অন্য অ্যাপের মাধ্যমে ভিডিওতে ক্যাপশন যুক্ত করতে হবে না। শব্দের ফন্ট, রংসহ লেখার ধরন নির্বাচন করে দিলেই ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে ক্যাপশন তৈরি করে দেবে ইউটিউব। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।
০ টি মন্তব্য