মাউসের কার্সর টিপে রবিবার দ্বিতীয় স্টার্টআপ বাংলাদেশ সামিটের উদ্বোধন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের ১০ বছরপূর্তীতে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি স্টার্টআপ নীতিমালা প্রণয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
পলিসি’র সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেছেন, যদি রিটার্ন কমও থাকে এবং ইন্টেলেকচুয়াল বা টেকনোলজিক্যাল ক্যাপাসিটি বেশি থাকে তবে তারা পাবলিক প্রকিউরমেন্টের সময় একটা স্মার্টআপ হিসেবে বিশেষ সুযোগ পায় সেই বিষয়টি ভাবতে হবে।
এতে স্টার্টআপদের বিজনেস প্রোটেনশিয়াল আরো বেড়ে যাবে। উদ্যোক্তা তৈরিতে দেশী বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় সরকারের নিজস্ব অর্থায়নে বিনিয়োগের ঝুঁকি নেয়া হয়েছে জানিয়ে পলক বলেন, এরই মধ্যে গত তিন বছরে প্রায় ৩৬টি স্টার্টআপকে ১২০ কোটি টাকা বিনিয়োগ করেছি।
এরই মধ্যে তাদের কোম্পানি ভ্যালুয়েশন বাড়ায় আমরা খুশী। ফলে এবারো বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী স্টার্টআপদের বিনিয়োগ করতে আরো ১০০ কোটি টাকা দিয়েছেন।
এর মাধ্যমে বিশ্বে সরকার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা চাইলেই অন্তত ১০টি মন্ত্রণালয়ে ১০ হাজার স্টার্টআপকে অন্তর্ভূক্তি করতে পারি।
ক্লায়েন্ট হিসেবে তাই সরকারের ১০টি মন্ত্রণালয়, ২০টি বিভাগ ও ৫০টি কোম্পানিকে এবারের সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে পরামর্শ দেন পলক।
বক্তব্যে এ্যডুকেশন ও হেলথের পাশাপশি এন্টারটেইনমেন্ট স্টার্টআপকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোভিডে সরকারের পাশে থাকায় আমি সরকারের পক্ষ থেকে স্টার্টআপদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আশাকরছি, ২০৪১ সালি নাগাদ দেশে ৫০টি বিলিয়ন ডলার এবং মোট ১ লাখ স্টার্টআপ থাকবে যেখানে এক কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে।
তাই যারা প্রথাগত ব্যবসায় করছেন তাদের প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে স্টার্টআপ মুডে নিয়ে আসতে হবে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্বে আইসিটি বিভাগের সেক্রেটারি এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন, সামিটটির ইভেন্ট পার্টনার উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড থেকে ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম, কম্যুনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড-এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম এবং ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা, এসবিকে টেক ভেঞ্চারস থেকে ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার, সোনিয়া বশির কবির প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য