https://powerinai.com/

রফতানিতে স্বর্ণ পাচ্ছে ওয়ালটন, সার্ভিস ইঞ্জিন, এমঅ্যান্ডইউ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

রফতানিতে স্বর্ণ পাচ্ছে ওয়ালটন, সার্ভিস ইঞ্জিন, এমঅ্যান্ডইউ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রফতানিতে স্বর্ণ পাচ্ছে ওয়ালটন, সার্ভিস ইঞ্জিন, এমঅ্যান্ডইউ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
 
এবার ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে  ৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে ১টি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৪ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননা প্রাপ্তদের মধ্যে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পখাতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ পিএলসি।

প্রতিষ্ঠানটি ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক পাচ্ছে। এই ক্যাটাগরিতে  বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ রৌপ্য ট্রফি পাচ্ছে। 

এছাড়াও কমপিউটার সফটওয়্যার খাতে সার্ভিস ইঞ্জিন স্বর্ণ এবং গোল্ডেন হারভেস্ট ইনফোটেক রৌপ্য ট্রফি পাচ্ছে। অপরদিকে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে এমঅ্যান্ডইউ সাইকেলস স্বর্ণ, মেঘনা বাংলাদেশ রৌপ্য এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ ট্রফি পচ্ছে। 
ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্বর্ণ, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রৌপ্য এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে। 

গতবছরই ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাতে জাতীয় রফতানি পদক পেয়েছিলো ওয়ালটন। অপরদিকে দশম বারের মতো এই পদক পেতে যাচ্ছে সার্ভিস ইঞ্জিন।

বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি কমপিউটার সফটওয়্যার খাতে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রফতানি আয়ের জন্য স্বর্ণ ক্যাটাগরিতে ট্রফি পেয়েছে কোম্পানিটি।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।