https://powerinai.com/

সাম্প্রতিক খবর

ফিরেছে ইন্টারনেট; ফিরে পবো পূর্ণ স্বাধীনতা

ফিরেছে ইন্টারনেট; ফিরে পবো পূর্ণ স্বাধীনতা ফিরেছে ইন্টারনেট; ফিরে পবো পূর্ণ স্বাধীনতা
 

ব্রডব্যান্ডের পর ফিরলো মোবাইল ইন্টারনেট। সোমবার বিকেল ৪টায় মোবাইল ইন্টারনেট খুলে দেয়া হয়। একইসঙ্গে এসময় উন্মুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বন্ধ হয়ে যাওয়া সব কমিউনিকেশন অ্যাপ। এর মাধ্যমে গত এক মাস টানা ইন্টারনেট ব্যবহারের বিড়ম্বনা থেকে মুক্ত হলেন নেট ব্যবহারকারীরা। এর আগে দুই দফায় ইন্টারনেট ব্লাক আউটের কবলে পড়ে দেশ। সব মিলিয়ে দুই দফায় ১৫ দিনের মতো ইন্টানেট ব্যবহার করতে পারেননি তারা। সরকারের হিসেবেই এতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। আইসিটি খাতের প্রতিটি খাতই ভেঙ্গে পড়েছে এই কয় দিনে।

বিষয়টি নিয়ে সবার আগে সোচ্চার ভূমিকা পালন করে বেসিস। এরপর এতে যুক্ত হয় বিএফডিএ, বাক্কো ও ই-ক্যাব। কিন্তু কখনো সার্ভার পুরে যাওয়া কিংবা নাশকতার এবং সবশেষ গুজব প্রতিরোধের যুক্তিতে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়। পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে গেলেও সরকার বিরোধী ট্যাগের ভয়ে এ নিয়ে খুব একটা উচ্চ-বাচ্চ করেননি এই খাতের নেতারা। কেবল বেসিস সভাপতি রাসেল টি আহমেদ ইন্টারনেট বন্ধকে ইন্টারনেট সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিভিন্ন গ্রুপে ইন্টারনেট নিয়ে সোচ্চার থেকেছেন বেসিস সাবেক সভাপতি ফাহিম মাশরুর ও সৈয়দ আলমাস কবির। তবে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক সরকারের কণ্ঠে সুর মিলিয়েছেন। ই-ক্যাব সভাপতি শমী কায়সার সদস্যদের প্রশ্নের মুখে পড়েছেন। ইন্টারনেট একাই বন্ধ হয়ে গিয়েছিলো বলে তীর্যক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমালোচনার মুখে পড়েন নিজে ফেসবুক ব্যবহার করেও সবার জন্য তা বন্ধ রেখে। পরে অবশ্য তিনি করজোরে ক্ষমা চেয়েছেন নিজ এলাকায় দেয়া এক বক্তব্যে।

আগামীতে কোনো অজুহাতেই যেন ইন্টারনেট বন্ধ না করা হয় এই দাবি জানিয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১৫ দিন আমরা ইন্টারনেটে যে স্বাধীনতা হারিয়েছিলাম তা আজ পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে ইন্টারনেটের গতি স্বাভাবিক রেখে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সচল রাখার। আর যাতে ভবিষ্যতে কোনভাবেই কোন ক্রমেই ইন্টারনেটের স্বাধীনতা ক্ষুন্ন করা না হয় সেই আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আইসিটি টেলিকমে গত ১৫ বছরের দুর্নীতির তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানাচ্ছি। পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

ডিজিটাল থেকে স্মার্ট রূপান্তরের রূপরেখা দিয়ে দুর্নীতি, অপশাসন ও কোটা সংস্কার ইস্যুতে ছাত্র আন্দোলন ও গণবিক্ষভের মুখে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তুলে নেয়া হয়েছে কারফিউর ও জরুরী অবস্থা। সোমবার বিকেল পৌনে ৪টায় সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় তিনি আন্দোলনরতদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

তিনি বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

বাংলাদেশ বিমান বাহিনীর বিএএফ এজেএএক্স১৪৩১ বিমানে চেপে বিকেল ৩টা ৩৭ মিনিটে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফ্লাইট ট্রাকিং করে দেখা গেছি ফ্লাইটটি কলকতা এয়ারপোর্ট পেরিয়ে নয়াদিল্লির কাছে হিন্দনে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এ তথ্য।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।