https://powerinai.com/

প্রযুক্তির খবর

হোয়াটসঅ্যাপের এলো নতুন ৭ সুবিধা আপনি ব্যবহার করেছেন তো?

হোয়াটসঅ্যাপের এলো নতুন ৭ সুবিধা আপনি ব্যবহার করেছেন তো? হোয়াটসঅ্যাপের এলো নতুন ৭ সুবিধা আপনি ব্যবহার করেছেন তো?
 

বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি ২০২৪ সালের ‘গুগল বেস্ট মাল্টি ডিভাইস অ্যাপ’ পুরস্কার পেয়েছে। এক দশকের বেশি সময় ধরে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপরিহার্য হয়ে ওঠা এই অ্যাপ বিজ্ঞাপনমুক্ত ও বিনা মূল্যে ব্যবহার করা যায়। নিয়মিত নতুন সুবিধা যোগ করে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে সচেষ্ট হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ নতুন ৭টি সুবিধা যুক্ত করেছে। জেনে নেওয়া যাক নতুন এই ৭ ফিচার সম্পর্কে।

মেটা এআই: হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা

হোয়াটসঅ্যাপে এখন সরাসরি ব্যবহার করা যাবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মেটা এআই। এর জন্য কোনো বাড়তি অ্যাপ ইনস্টল বা গ্রাহক হওয়ার প্রয়োজন নেই। বিনা মূল্যে এই এআই প্রযুক্তির মাধ্যমে জটিল বিষয় বুঝতে, প্রশ্নের উত্তর পেতে, এমনকি ছবি তৈরি করতেও পারবেন ব্যবহারকারীরা। নির্দিষ্ট কয়েকটি দেশে এরই মধ্যে মেটা এআইয়ের জন্য ভয়েস মডেল যুক্ত হয়েছে।

ভিডিও কলে ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড

সম্প্রতি ভিডিও কলের জন্য ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস নামের নতুন দুটি সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে ভিডিও কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ফিল্টার এবং পটভূমি ব্যবহার করা যাবে। ভিডিও কলের ফিল্টারসে টাচ আপ ও লো লাইট নামের দুটি অপশন যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এসব অপশন ব্যবহার করে পর্দায় আলোর উজ্জ্বলতা কম বেশি করা যাবে। লো লাইট মোড ব্যবহারের ফলে কম আলোতেও স্বচ্ছন্দে ভিডিও কল করার সুযোগ মিলবে।

ডিসঅ্যাপেয়ারিং ভয়েস মেসেজ

একবার শুনলেই মুছে যাবে, এমন ভয়েস মেসেজের সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। আগেই একবার দেখার পর মুছে যাওয়া ছবির সুবিধা চালু করেছিল প্রতিষ্ঠানটি। এবার এই নতুন ভয়েস মেসেজ ফিচার ব্যক্তিগত বার্তা পাঠানোর ক্ষেত্রে বাড়তি গোপনীয়তা নিশ্চিত করবে।

বার্তা খসড়া হিসেবে সংরক্ষণ হবে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার বার্তার খসড়া সংরক্ষণের সুবিধা চালু করেছে। এখন থেকে কোনো বার্তা লিখে পাঠানো না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে খসড়া হিসেবে চ্যাটে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে সেই খসড়া বার্তা সম্পাদনা করে বা পুনরায় লিখে পাঠানো যাবে। যদি কোনো বার্তা চ্যাটবক্সে খসড়া হিসেবে থেকে যায়, তবে সেই খসড়া বার্তার পাশে সবুজ রঙে মোটা হরফে ‘ড্রাফট’ লেখা থাকবে। ফলে ব্যস্ততার কারণে বার্তা না পাঠালেও তা খসড়া হিসেবে সংরক্ষিত থাকায় ভুলে যাওয়ার আশঙ্কা কমবে।

চ্যাট লিস্ট তৈরি করার সুবিধা

গুচ্ছ করে বিভিন্ন চ্যাট সাজাতে ‘কাস্টম লিস্ট’ নামে নতুন একটি সুবিধা এনেছে তাৎক্ষণিক বার্তা বিনিময়ের মাধ্যম হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে ব্যবহারকারীরা তাঁদের চ্যাটবক্সে থাকা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথোপকথন ও গ্রুপ চ্যাট আলাদা আলাদা গুচ্ছে সাজাতে পারবেন। ফলে চ্যাট ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি অন্যকে সহজে বার্তা পাঠানোও যাবে। ব্যবহারকারীরা এখন নিজের পছন্দমতো বিভাগ তৈরি করতে পারবেন। পরিবার, কর্মক্ষেত্র কিংবা এলাকার স্থানীয় গ্রুপের জন্য একটি আলাদা তালিকা তৈরি করতে পারবেন। এসব তালিকায় প্রাসঙ্গিক ব্যক্তির চ্যাট বা গ্রুপ চ্যাট অন্তর্ভুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারী প্রয়োজনের সময় সহজেই গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মনোযোগ দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের নম্বর সংরক্ষণ

ফোন নম্বর কাজে লাগিয়ে একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। শুধু তা-ই নয়, চাইলে যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের খোঁজও মিলে থাকে। কিন্তু ফোনে নির্দিষ্ট ব্যক্তির নম্বর সংরক্ষণ করা না থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায় না। এ কারণে ফোন হারিয়ে গেলে বেশ বিপাকে পড়েন অনেকেই। এ সমস্যা সমাধানে ফোনের পাশাপাশি নিজেদের অ্যাকাউন্টে ফোন নম্বর সংরক্ষণের সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে সরাসরি হোয়াটসঅ্যাপেই ফোন নম্বর সংরক্ষণ করা যাবে। ফলে ফোনে নম্বর সংরক্ষণ করা না থাকলেও হোয়াটসঅ্যাপে থাকা নম্বর ব্যবহার করে সরাসরি কল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে।

স্ট্যাটাস লাইক ও শেয়ার করার সুবিধা

ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপে এখন স্ট্যাটাস লাইক এবং শেয়ার করার সুবিধা চালু হয়েছে। অন্য কেউ এখন স্ট্যাটাসে ট্যাগ করলে বা মেনশন করলে ব্যবহারকারী নোটিফিকেশন পাবেন এবং চাইলে সেই স্ট্যাটাস নিজের প্রোফাইলে শেয়ার করতে পারবেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।