ডিজিটাল উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে সহযোগিতা শক্তিশালী করতে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এবং ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের (আইসকবিডি) মধ্যেএকটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিতে বিআইজিএফ-এর পক্ষ থেকে সংগঠনটির চেয়ারপারসন মোহাম্মদ আমিনুল হাকিম এবং আইসকবিডি-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সভাপতি ড. মো. নদীর বিন আলী সই করেন।
এসময় বিআইজিএফ-এর ভাইস চেয়ারপারসন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, মহাসচিব মোহাম্মদ আব্দুল হক আনু এবং আইসক বিডি-এর সাধারণ সম্পাদক মো. বরকতুল আলম উপস্থিত ছিলেন।
রাজধানীর গুলশানের একটি অফিসে মঙ্গলবরা (২৪ ফেব্রুয়ারি) তিন বছর মেয়াদী এই চুক্তিটি সম্পাদিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, জিটাল রূপান্তর, অন্তর্ভুক্তি, দায়বদ্ধতা এবং স্থায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল উন্নয়ন ও ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। এক্ষেত্রে ইন্টারনেট বিভাজন রোধে ইন্টারনেট গভর্ন্যান্স নিশ্চিত করা, ডাটা সুরক্ষা, ডাটা শেয়ারিং এবং গোপনীয়তা সংক্রান্ত নীতিমালা শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করবে বিআইজিএফ। উদ্ভাবন, উন্মুক্ত উপাত্ত, বিগ ডেটা এবং জনসেবার জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রচার, ডিজিটাল ক্ষেত্রে মানবাধিকার সংরক্ষণ; বৈষম্য ও ভুল তথ্য ছড়ানো রোধে ডিজিটাল নিরাপত্তা উন্নত করতেও এক সঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে নজর রাখবে বিআইজিএফ ও আইসক বিডি।
জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাকশন লাইন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিতে অবদান রাখতে চুক্তির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আব্দুল হক।
০ টি মন্তব্য