https://powerinai.com/

ঢাকার বেগম রোকেয়া স্বরনীতে ক্যানন এক্সপেরিয়েন্স জোন চালু করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

স্মার্ট টেকনোলজিস-এর উদ্যোগে ঢাকায় চালু হলো ক্যানন এক্সপেরিয়েন্স জোন

স্মার্ট টেকনোলজিস-এর উদ্যোগে ঢাকায় চালু হলো ক্যানন এক্সপেরিয়েন্স জোন স্মার্ট টেকনোলজিস-এর উদ্যোগে ঢাকায় চালু হলো ক্যানন এক্সপেরিয়েন্স জোন
 

ঢাকার বেগম রোকেয়া স্বরনীতে ক্যানন এক্সপেরিয়েন্স জোন চালু করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৮ মে ২০২৫ তারিখে এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এর প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি টাইগার ইশি এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

ক্যানন এক্সপেরিয়েন্স জোন এ ক্যানন ব্রান্ডের সকল প্রিন্টিং সল্যুশন, স্ক্যানিং, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংশ্লিষ্ট পন্য সমূহ টাচ এন্ড ফিল অভিজ্ঞতা পাবেন আগত দর্শনার্থী ও ক্রেতাসাধারন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ক্যানন সিংগাপুর প্রাইভেট লিমিটেড এর পক্ষে আরও উপস্থিত ছিলেন Koh Chee Yan Andrew, Senior Vice President, Domestic operation group, Norihiro Nick Katagiri-Senior Vice President, Digital Printing & Business Solution Operation এবং Ichinomiya Takashi, Director, Regional ICP, Canon Singapore Pte. Ltd. 

নতুন এক্সপেরিয়েন্স জোন উদ্বোধনের পূর্বে ক্যানন প্রতিনিধিবৃন্দকে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর হেড অফিস ঘুরে দেখান মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় স্মার্ট এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আলবেরুনী সুজন এবং হেড অব ক্যানন বিজনেস নূর শাহরিয়ার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

স্মার্ট টেকনোলজিস এর উদ্যোগে নির্মিত ক্যানন এক্সপেরিয়েন্স জোন উদ্বোধনকালে বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন ক্যানন সিংগাপুর প্রাইভেট লিমিটেড এর প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি টাইগার ইশি। ভবিষ্যতে স্মার্টকে সাথে বাংলাদেশের বাজারে ক্যানন এর ব্যবসায় সম্প্রসারনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এসময়, স্মার্ট টেকনোলজিস এর প্রধান কার্যালয় ভিজিট এর জন্য ক্যানন টিমকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।