কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সাইবার হামলা ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে মাইক্রোসফট।
সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
চলতি বছরের জুলাইয়ে মাইক্রোসফট ২০০টির বেশি এআই-ভিত্তিক ‘মিথ্যা’ কনটেন্ট শনাক্ত করেছে, যা ২০২৩ সালের চেয়ে ১০ গুণ বেশি। এসব হামলায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের পরিচয় নকল, স্বয়ংক্রিয় ফিশিং ই-মেইল ও আমেরিকান পরিচয় ব্যবহার করে তথ্য চুরি করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
০ টি মন্তব্য