এ বছর ডিসকর্ড থেকেই শনাক্ত হওয়া ম্যালওয়ারের মাধ্যমে সাইবার হামলা চেষ্টার সংখ্যা এক কোটি ৮৫ লাখ ৫৬ হাজার পাঁচশ ৬৬টি, যা ২০২৪ সালের ১৪ গুণ।
অনলাইন শপিং ব্যবসা ঘিরে এ বছর ফিশিং ও ভুয়া অফারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে শীর্ষ এক সাইবার নিরাপত্তা কোম্পানির প্রতিবেদনে উঠে এসেছে।
রাশিয়ান সাইবার নিরাপত্তা কোম্পানি ক্যাসপারস্কির ২০২৫ সালের প্রতিবেদন বলছে, এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনলাইন স্টোর, ব্যাংক ও পেমেন্ট সিস্টেম সেজে তৈরি করা ৬৪ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা ব্লক করেছে কোম্পানিটি, যেগুলোর প্রায় অর্ধেকই অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে পাঠিয়েছিল সাইবার অপরাধীরা।
একই সময়ে সাইবার আক্রমণের বড় লক্ষ্য ছিল বিভিন্ন গেইমিং প্ল্যাটফর্মও।
‘ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক’ বা কেওএসএন বলেছে, উল্লিখিত সময়ে অনলাইন স্টোর, ব্যাংক ও পেমেন্ট সিস্টেমের ছদ্মবেশে তৈরি করা ৬৩ লাখ ৯৪ হাজার ৮৫৪টি ফিশিং প্রচেষ্টা ব্লক করেছে তারা। যার মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশই ছিল অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে।
গেইমিং প্ল্যাটফর্মে হামলা চেষ্টার সংখ্যা দুই কোটিরও বেশি, যার মধ্যে কেবল ডিসকর্ডকেই ব্যবহার করে এক কোটি ৮৫ লাখের বেশি হামলা শনাক্ত করেছে রাশিয়াভিত্তিক কোম্পানিটি।
ব্ল্যাক ফ্রাইডে ঘিরে অনেক স্প্যাম মেইল পাঠিয়েছে সাইবার অপরাধীরা। নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই এক লাখ ৪৬ হাজার ৫৩৫টি স্প্যাম ইমেইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি। যার মধ্যে দুই হাজার পাঁচশ ৭২টি এসেছে সিঙ্গেলস ডে উপলক্ষে।
এসব ইমেইলের বহু অংশই আগের বছরের টেমপ্লেট পুনরায় ব্যবহার করে তৈরি করে হ্যাকাররা অ্যামাজন, ওয়ালমার্ট, আলিবাবাসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নামে পাঠিয়েছে।
এক্ষেত্রে বিনোদন প্ল্যাটফর্মকেও ছাড় দেয়নি সাইবার অপরাধীরা। ২০২৫ সালে আট লাখের বেশি নেটফ্লিক্স ও পাঁচ লাখের বেশি স্পটিফাই সংশ্লিষ্ট ফিশিং প্রচেষ্টা শনাক্ত করেছে ক্যাসপারস্কি।
ই-কমার্স ছাড়াও সাইবার অপরাধীরা গেইমিং সিস্টেম, যেমন- স্টিম, প্লেস্টেশন, এক্সবক্স’কেও টার্গেট করেছে, যেখানে ২০ লাখ ৫৪ হাজারের বেশি ফিশিং প্রচেষ্টা ধরা পড়েছে।
গেইমিং সফটওয়্যার সেজে ছড়িয়ে পড়া ম্যালওয়ারও বছরজুড়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার মধ্যে মোট দুই কোটি ১৮ হাজার ৮৯৭টি ম্যালওয়ার শনাক্ত হয়েছে। এর মধ্যে ডিসকর্ড থেকেই শনাক্ত হওয়া ম্যালওয়ার চেষ্টার সংখ্যা এক কোটি ৮৫ লাখ ৫৬ হাজার পাঁচশ ৬৬টি, যা ২০২৪ সালের ১৪ গুণ।
ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা অলতুখোভা বলেছেন, “এ বছরের তথ্য বলছে, সাইবার অপরাধীরা এখন পুরো ডিজিটাল দুনিয়া জুড়েই সক্রিয়। অনলাইন শপিং, গেইমিং, স্ট্রিমিং ও যোগাযোগ প্ল্যাটফর্ম সব জায়গায় ব্যবহারকারীর চলাচল টার্গেট করে নিজের কৌশল বদলাচ্ছে তারা। পাশাপাশি পরিচিত পরিবেশের ভেতরে লুকিয়ে রয়েছে এসব হ্যাকার। ফলে ব্যবহারকারীদের জন্য অনলাইন কেনাকাটার ক্ষেত্রে নিয়মিত সতর্ক থাকা ও প্রাথমিক নিরাপত্তা অভ্যাস মানা এখন আরও জরুরি বলে মনে করছে ক্যাসপারস্কি।”








০ টি মন্তব্য