বেসিস ইন্সটিটিউট অফ
টেকনলজি এন্ড
ম্যানেজমেন্ট (বিআইটিএম) এবং
প্রযুক্তি সাংবাদিকদের
সংগঠন টেকনোলজি মিডিয়া
গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)
যৌথ প্রয়াসে ২৩
জুলাই, ২০২২ এ
বিআইটিএমের নিজস্ব
ক্যাম্পাসে অনুষ্ঠিত
হল “বেসিক ফেসবুক
মার্কেটিং (টিপসএন্ডট্রিক্)” শীর্ষক একদিনের
এক কর্মশালা।
এই কর্মশালাটিতে উপস্থিত
ছিলেন টিএমজিবি’র ৩০
জন সদস্য। কর্মশালাটিতে
প্রশিক্ষক হিসেবে
ছিলেন সাবা চৌধুরী
যিনি বিআইটিএমে ট্রেনার
এবং সোশ্যাল মিডিয়া
মার্কেটিং স্পেশালিস্ট
হিসেবে আছেন।
এই কর্মশালাটি সম্পর্কে
টিএমজিবি’র
সভাপতি মোহাম্মদ কাওছার
উদ্দীন বলেন “এটা
বিআইটিএম এবং
টিএমজিবির এক
সাথে কাজ করার
প্রথম অভিজ্ঞতা, শীঘ্রই
এমন প্রচেষ্টা নিয়ে
আমরা আবারও একসাথে
অগ্রসর হব”।
বিআইটিএমের প্রধান
নির্বাহী কর্মকর্তা
তালুকদার মোহাম্মদ
সাব্বির বলেন
“টিএমজিবির সদস্যরা
সব সময় বিআইটিএমের
প্রতিসহযোগীতার হাত
বাড়িয়ে দিয়েছেন, আমরা
আজকের এই কর্মশালাটা
নিয়ে খুব আনন্দিত,
ভবিষ্যতে ও
একসাথে কাজ করার
আগ্রহ প্রকাশ করছি”।
প্রশিক্ষণটি শেষে
অংশ গ্রহনকারীদের মধ্যে
সার্টিফিকেট প্রদান
করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার
অ্যান্ড ইনফরমেশন
সার্ভিসেসের সভাপতি
রাসেল টি আহমেদ।
০ টি মন্তব্য