https://gocon.live/

সাইবার ড্রিলে ৫৮টি দল রেজিস্ট্রেশন করে

বিজিডি ই-গভসার্টের আয়োজনে সাইবার ড্রিল অনুষ্ঠিত

বিজিডি ই-গভসার্ট আয়োজিত সাইবার ড্রিল ২০২২ এর ফলাফল বিজিডি ই-গভসার্ট আয়োজিত সাইবার ড্রিল ২০২২ এর ফলাফল
 

বিজিডি -গভসার্টের বাৎসরিক নিয়মিত বিভিন্ন সাইবার ড্রিল আয়োজনের পরিকল্পনা অনুসারে ২৩ থেকে ২৪ আগস্ট দুই দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২২অনুষ্ঠিত হয়। বিজিডি -গভসার্টের প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এবারের সাইবার ড্রিলে যোগ দেয়ার জন্য ৫৮টি দল রেজিস্ট্রেশন করে এবং মোট ২৬৮ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলগতভাবে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি-এরআইইউটি জেনেসিস’ (IUT GENESIS) টিম সর্বমোট ৫৫০০ পয়েন্টের মধ্যে ৪৯৫০ অর্জন করে উক্ত ড্রিলে প্রথম স্থান লাভ করে। যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করে ৪৮০০ পয়েন্ট পেয়ে এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের ইউএপি সাইবার স্পেস এবং ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশ এর বিগ ফোর্টেস ডাউন দল। যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করে ৪৭০০ পয়েন্ট পেয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর টিম নুব্রা এবং তথ্য প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (UITS) রুটার দল।

 

সাইবার ড্রিলের সার্বিক আয়োজন তত্বাবধানের দায়িত্বে ছিল বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের জাতীয় কমপিউউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম, বিজিডি -গভসার্ট। আন্ত:বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২২এর ফলাফল https://cyberdrill.cirt.gov.bd/scoreboard ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।