ই-কমার্স ব্যবসায় উ-কমার্স ওয়ার্ড প্রেস প্লাগইন
উ -কমার্স বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ওপেনসোর্স ই-কমার্স স্টোর বিল্ডার ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে অনলাইন ব্যবসায়ীদের সুবিধার্থে ২০২১ সালে উ-কমার্সের আবির্ভাব ঘটে। বিশ্বের প্রথম সারির ১ মিলিয়ন ই-কমার্স ওয়েবসাইটের ২২ ভাগ সাইট উ-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি। ডড়ৎফঢ়ৎবংং.ড়ৎম-তে উ-কমার্স প্ল্যাটফর্মের জন্য ৯৮০ প্লাগইন আছে। খুব সহজে ইনস্টল এবং কাস্টমাইজ করে বিনামূল্যের এই প্লাগইন পরিষেবাটি ওয়েবসাইটে ব্যবহার করা যায়।
উ-কমার্স ওয়ার্ডপ্রেস প্লাগইন কী
উ-কমার্স সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার উ-থিমস দ্বারা ডেভেলপ করা হয়। তারা মাইক জলি এবং জেমস কস্টারকে দিয়ে উ-কমার্স ওয়ার্ডপ্রেস প্লাগইনটি প্রথম পর্যায়ে ডেভেলপ করে। এটি হাইপার টেক্সট প্রিপ্রসেসর (পিএইচপি) প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি। উ-কমার্স প্লাগইন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করে অনলাইন স্টোর তৈরি করে প্রোডাক্ট যোগ করা, শপিং কার্ট এবং চেকআউট অন্তর্ভুক্ত করতে পারবেন। উ-কমার্স বর্তমানে ৫৬টি ভাষা সাপোর্ট করে। উ-কমার্সের ২০২১ সালের জানুয়ারি তথ্য হিসাবে ৭০ মিলিয়ন ব্যবসা উ-কমার্স প্লাগইনের ওপর বিশ্বাস রাখে। প্রোডাক্ট বিক্রির রিপোর্ট, কাস্টমার বিহেভিয়ার, প্রোডাক্ট প্রোমোশনের জন্য কুপন চালু, অ্যাফিলিয়েট প্রোডাক্ট ইত্যাদির জন্য অনলাইন শপে সেটিংস নিজের মতো করে পরিবর্তন করতে পারবনে।
০ টি মন্তব্য