https://powerinai.com/

ই-ক্যাব ২০২৪-২৬ দ্বি-বার্ষীক কার্যনির্বাহী নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

ই-ক্যাব ২০২৪-২৬ দ্বি-বার্ষীক কার্যনির্বাহী নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন ই-ক্যাব ২০২৪-২৬ দ্বি-বার্ষীক কার্যনির্বাহী নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন
 
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী সদস্য নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী হলেন ২৪ জন।

ভোটে ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা। এর আগে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন বুধবার ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রাভেল টেক কোম্পানি শেয়ারট্রিপ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা কাশেফ রহমান। 

আগামী ২৭ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করবে ই-ক্যাব নির্বাচন বোর্ড। এই বোর্ডের প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান।

বোর্ড সদস্য হিসেবে তার সঙ্গে রয়েছেন বিএনএনআরসি-এর সিইও এএইচএম বজলুর রহমান এবং এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার।

গত বুধবার রাতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা সই করেছেন নির্বাচন বোর্ড। তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন, ই-সুফিয়ানের প্রতিষ্ঠাতা মীর সাহেদ আলী, অর্পন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, কিনলে ডটকম সিইও মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, রিভেরি করপোরেশন লিমিটেডের কর্ণধার নাসিমা আক্তার নিশা, ডিজিটাল হাব সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুর রহমান, মেনসেন মিডিয়ার প্রতিষ্ঠাতা তৌহিদা হায়দার, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, ডায়াবেটিস স্টোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, বিক্রয়বাজার ডটকমের প্রতিষ্ঠাতা এস এম নুরুন নবী হাসান, ফোকাস ফ্রেম এর কর্ণধার মোঃ রুহুল কুদ্দুস ছোটন, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান, ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা আম্বরীন রেজা, সেবা প্লাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলমুল হক ও ক্লিন ফোর্স লিমিটেডের প্রতিষ্ঠাতা মোঃ তাশদীখ হাবিব।
প্রার্থীদের মধ্যে আরো রয়েছেন ব্রেকবাইটের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহনাফ, ইন্সট্র্যাক্টরি প্রতিষ্ঠাতা খোন্দকার রিফাত মোজাম্মেল হক, ক্র্যাফ্টসম্যান সল্যুশনের অংশীদার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, যাচাই ডটকমের চেয়ারম্যান আব্দুল আজিজ, নওরিন’স মিররের প্রতিষ্ঠাতা হোসনেরা নুরি (নওরিন), বিজিডি অনলঅইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: শফিকুল ইসলাম, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সৈয়দ উসওয়াত ইমাম, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল করিম অন্তু এবং টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেডের সিইও সোরাব হোসেন। 

এদের মধ্যে ১১ জন প্রার্থী এরই মধ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে অগ্রগামী প্যানেলে ভোট প্রচারণা শুরু করেছেন। বাকি ১৩ জন এসএমএস ও ফোন করে ভোট চাইছেন ভোটারদের কাছে।

সমর্থকদের অনেকেই নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে প্রচারণা করছেন। এক্ষেত্রে নির্বচনী শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগও রয়েছে।

তবে প্রচার-প্রপাগাণ্ডাকে আমলে না নিয়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চূড়ান্ত ২৪ প্রার্থীর মধ্যে ১১ জনকে বেছে নিতে সতঃস্ফূর্তভাবেই ভোট দিতে চান ১ হাজার ৩৬৪ জন ভোটার। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।