https://gocon.live/

সাম্প্রতিক খবর

টরেন্টের ভুবন

টরেন্টের ভুবন টরেন্টের ভুবন
 

টরেন্টের ভুবন


ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবাদে আমরা এখন অনেকেই টরেন্ট বা P2P শেয়ারিংয়ের সাথে কমবেশি পরিচিত। সহজ ব্যবহারবিধির কারণে টরেন্ট দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। টরেন্ট ফাইল শেয়ার করার জন্য অনেক টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার রয়েছে। এর মধ্যে সেরা কিছু ক্লায়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এ সংখ্যায়।


ভিউজ (Vuze) :


The most powerful bittorrent client in the world. এই টাইটেল দিয়ে শুরু করার টরেন্ট ক্লায়েন্টটি সত্যিকার অর্থেই দ্রুতগতির ও শক্তিশালী। প্রচলিত সব ক্লায়েন্ট থেকে এটি শুধু দ্রুতগতিরই নয়, বরং এতে আছে অনেক সুবিধা। যেমন এর সাথে রয়েছে বিল্ট ইন সার্চ বক্স, মেটা সার্চ বক্স। ফলে আপনাকে ব্রাউজার দিয়ে টরেন্ট সার্চ করে ডাউনলোড করতে হবে না। এই সফটওয়্যার দিয়েই তা করতে পারবেন। আবার বেশিরভাগ সফটওয়্যারে প্রিভিউ অপশন থাকে না, থাকলেও বেশি ভালোমানের নয়। ভিউজ দিয়ে আপনি পাবেন ডাউনলোড করা ভিডিও ফাইলের ইনস্ট্যান্ট প্রিভিউ। ফাইল আপলোডের জন্য পাবেন সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার। এখানেই শেষ নয়, আরো আছে ডাউনলোড করা ফাইলটি ডিভিডিতে রাইট করার সুবিধা। ভিউজ দুটি ভার্সনে পাওয়া যায়। ফ্রি ভার্সন এবং ভিউজ প্লাস ভার্সন। ভিউজ প্লাস ভার্সনে পাবেন অ্যান্টিভাইরাস চেকিং অপশন, আনলিমিটেড ডিভিডি রাইট অপশন এবং একসাথে দশটি সাইট থেকে সার্চ করার সুবিধা। ভিউজ প্লাস সাবস্ক্রিপশন ফি বছরে ২৪.৯৯ ডলার। ভিউজ ডিএইচটি (DHT) ও ম্যাগনেট লিঙ্ক সাপোর্ট করে। প্রতিটি ফাইলের জন্য আলাদা আপ/ডাউন স্পিড নির্ধারণ করে দিতে পারবেন। আর এর মনমাতানো ইন্টারফেস দেখার মতো। যারা ধীরগতির জন্য টরেন্ট ব্যবহার করতে নিরুৎসাহ বোধ করেন, তারা ভিউজ ব্যবহার করে পাবেন এক নতুন অনুভূতি। পরিশেষে আরো একটা বড় সুবিধা হলো আপনার নেট কোম্পানি টরেন্ট অফ করে রাখলেও ভিউজ দিয়ে আপনি টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন। লিঙ্ক : www.vuze.com


টিক্সাটি (Tixati) :


তুলনামূলক নতুন এই ক্লায়েন্টটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। উইন এমএক্স ইঞ্জিন দিয়ে তৈরি টিক্সাটি ইনস্টল করলেই এর নজরকাড়া ইন্টারফেস চোখে পড়বে। এর ব্যবহারবিধি খুবই সহজ এবং আপ/ডাউন সিড-পিয়ারের সব তথ্যই স্ট্যাটাস বারে দেখতে পারবেন। টিক্সাটিতে রয়েছে কিছু মনমাতানো ফিচার। যেমন- RC4 Connection Encryption, DHT, PEX, ম্যাগনেট লিঙ্ক সাপোর্ট এবং প্রতিটি টরেন্টের জন্য পৃথক ইভেন্ট লগ। সবচেয়ে বড় সুবিধা হলো ডাউনলোড চলমান টরেন্টের মধ্যে প্রায়োরিটি নির্ধারণ করে দেয়া। যেমন- আপনি হয়তো কোনো ফোল্ডার ডাউনলোড করছেন, যার ভেতর একাধিক ফাইল আছে। চাইলে নির্ধারণ করে দিতে পারবেন ফাইলগুলোর মধ্যে কোনটার পর কোনটা ডাউনলোড হবে। সিরিয়াস ডাউনলোডারদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। লিঙ্ক : www.tixati.com


ইউটরেন্ট (utorrent) :


মাইক্রোটরেন্ট বা মিউটরেন্ট নামে পরিচিত এই ক্লায়েন্টটি সবচেয়ে জনপ্রিয়। একটি ভালো টরেন্ট ক্লায়েন্টের সব গুণাগুণই আছে ইউটরেন্টে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটি ইনস্টল হতে মাত্র ২ মেগাবাইট জায়গা নেবে। শক্তিশালী এই ক্লায়েন্টটি যেকোনো কম কনফিগারেশনের পিসিতে খুব সাবলীলভাবে রান করতে পারে। কাজেই কম কনফিগারেশনের পিসিতে ইউটরেন্টের তুলনা শুধুই ইউটরেন্ট। লিঙ্ক : www.utorrent.com


এবিসি (ABC-Another Bittorrent Client) :


লিন পাইথন এবং ডব্লিউ এক্স পাইথন কোডে লেখা এই ক্লায়েন্টটি প্রথম দেখলে খুব সাধারণ বলে মনে হবে। কারণ, আর কিছু নয়, এর অতি সহজসরল সাদামাটা ইন্টারফেস। কিন্তু এই সহজ চেহারার মাঝেই লুকিয়ে আছে এর শক্তি। এবিসি শুধু দ্রুত চালুই হয় না বরং টরেন্ট ফাইলগুলোকে নিমিষে লোড করে নেয়। আপনি চোখের পলকে টরেন্ট স্টার্ট/পজ করতে পারবেন। আর সফটওয়্যারটির সবচেয়ে স্বতন্ত্র বড় গুণ হলো- ডাউনলোড বা আপলোডের ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে টাইমার সেট করে দিতে পারবেন। যারা টরেন্ট ক্লায়েন্ট দিয়ে আপলোড/ডাউনলোড ছাড়া আর অন্য কিছু করতে চান না, তাদের জন্য সহজ সমাধান এই এবিসি টরেন্ট। লিঙ্ক : pingpong-abc.sourceforge.net


বিটটরেন্ট (Bittorrent) :


বলাবাহুল্য, এটিই টরেন্ট ক্লায়েন্টগুলোর জনক। ইউটরেন্ট, টিক্সাটি, এবিসি প্রভৃতি সব আসলে বিটটরেন্টের ওপর ভিত্তি করে তৈরি। কাজেই ইউটরেন্ট বা এবিসির প্রায় সব ফাংশনই আপনি পাবেন বিটটরেন্টে। লিঙ্ক : bittorrent.com


ডিলিউজ :


লিনআক্স ও ম্যাক ব্যবহারকারী বা টরেন্ট দুনিয়ায় পৌঁছাতে সিঁড়ি হিসেবে ব্যবহার করুন ডিলিউজ (Deluge)। ম্যাকের মতো সফটমেটালিক ইন্টারফেস ডিজাইন এতে রয়েছে, যা প্রথম দেখেই মনে করিয়ে দেবে ম্যাকের কথা। প্রচলিত সব টরেন্ট ক্লায়েন্টের সুবিধা ম্যাক ও লিনআক্স ইউজারদের দিতেই ডিলিউজের আবির্ভাব। বলাবাহুল্য, লিনআক্সের বেশিরভাগ সফটওয়্যারের মতো ডিলিউজ একদম ফ্রি। লিঙ্ক : deluge_torrent.com


ট্রান্সমিশন বিটটরেন্ট (Transmission Bittorent):


তুলনামূলক নতুন এই টরেন্টটি অচিরেই ডিলিউজকে টপকে যাবে বলে নির্মাতাদের বিশ্বাস। ডিলিউজের মতো এটাও ম্যাক ও লিনআক্স ইউজারদের লক্ষ্যে তৈরি করা। ছোট ফাইল সাইজের এই ক্লায়েন্টটির মেমরি ফুটপ্রিন্টও প্রচলিত সব ক্লায়েন্ট থেকে কম, যা অনেকাংশে আপনার ডাউনলোডের সময় মূল্যবান ডিস্ক স্পেস বাঁচাবে। সর্বোপরি এটি ওপেনসোর্স এবং ফ্রি। কাজেই ম্যাক ও লিনআক্স ব্যবহারকারীরা একবার হলেও এই ক্লায়েন্টটি পরখ করে দেখুন। লিঙ্ক : transmissionbt.com


টার্বোবিটি (TurboBT) :


টরেন্টের জগতে এক ভিন্ন মাত্রা উপস্থাপন করলো টার্বোবিটি। পাইথনভিত্তিক এই পিটুপি ক্লায়েন্টটি পুরোপুরি ফ্রি। আর সবচেয়ে বড় ফিচার এর মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্ট। সফটওয়্যারটি ডিফল্ট ইংরেজি ছাড়াও জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, ফ্রেঞ্চ, মান্দারিন এবং রুমান ভাষাতেও পাওয়া যায়। হয়তোবা বাংলা সংস্করনও পাওয়া যাবে অদূর ভবিষ্যতে। যাই হোক ইংরেজিতে দুর্বল বা না জানা ব্যবহারকারীদের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করলো TurboBT। লিঙ্ক : turbobt.sourceforge.net


বিটকমেট (Bitcomet) :


যদি টরেন্ট ক্লায়েন্ট থেকে অ্যাডভান্সড ফিচার চান, তাহলে ব্যবহার করুন বিটকমেট (Bitcomet)। যদি সিরিয়াস ডাউনলোডার হয়ে থাকেন বা ভিউজ, ইউটরেন্ট ব্যবহার করে ক্লান্ত, তাহলে নির্দ্বিধায় ব্যবহার করুন বিটকমেট। এর ইন্টারফেস থেকে শুরু করে সবকিছুতেই আছে বৈচিত্র্যের ছোঁয়া। তবে নতুন ব্যবহারকারীদের বিটকমেট ব্যবহার না করাই ভালো, কারণ এর ইন্টারফেস অ্যাডভান্সড ইউজারদের জন্য মানানসই। নতুনদের জন্য তেমন ইউজার ফ্রেন্ডলি নয়। এছাড়াও বেশ কিছু ওয়েবসাইট বিটকমেটকে সাপোর্ট করে না। তাছাড়া ডাটা মিসিং হয় বলেও অনেক ইউজার অভিযোগ করেন।


হাজারো টরেন্ট ক্লায়েন্টের ভিড়ে প্রচলিত ক্লায়েন্টগুলো নিয়েই ছিল আমাদের এবারের আয়োজন। পছন্দ, চাহিদা ও প্লাটফর্ম বুঝে সেরা ক্লায়েন্টটি বেছে নিন এবং হারিয়ে যান ডাউনলোডের সমুদ্রে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।