২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন টিকটককে
শিশুদের প্রতিনিয়ত প্রাইভেসি সুরক্ষা করতে ব্যর্থ হওয়ায় টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন। এ নিয়ে একটি তদন্ত চালায় দেশটির তথ্য কমিশনারের কার্যালয় (আইসিও)। এতে দেখা যায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি বৃটিশ আইন মেনে ১৩ বছরের কম বয়স্ক শিশুদের তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে। টিকটক প্রতিষ্ঠান পিতা-মাতার অনুমতি ছাড়াই শিশুদের তথ্য প্রসেসিং করেছে।
ইউকে টেক এর এক রিপোর্টে বলা হয়েছে, টিকটককে এখনই কোনো ধরণের আর্থিক জরিমানা করেনি বৃটেন। তারা শুধুমাত্র একটি সতর্কতা হিসাবে একটি নোটিস পাঠিয়েছে টিকটকের কাছে। তাই আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ না এলে এই দফায় জরিমানা থেকে বেঁচে যাবে চীনা কোম্পানিটি।
জানা গেছে, ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই মাসের মধ্যে শিশুদের প্রাইভেসি নিয়ে এই অভিযোগ আসে টিকটকের বিরুদ্ধে। এ নিয়ে তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেন, আমরা চাই আমাদের শিশুরা ডিজিটাল দুনিয়া সম্পর্কে শিখুক এবং অভিজ্ঞতা অর্জন করুক। তবে এ জন্য অবশ্যই তাদের তথ্যের সুরক্ষা গুরুত্বপূর্ণ। যারা ডিজিটাল সেবা প্রদান করছে, এই সুরক্ষা নিশ্চিত তাদের দায়িত্ব। কিন্তু টিকটক এতে ব্যর্থ হয়েছে।
০ টি মন্তব্য