https://powerinai.com/

মোবাইল প্রযুক্তি

মোবাইল ফোনের পাওয়ার সেকশনের সমস্যা ও সমাধান

মোবাইল ফোনের পাওয়ার সেকশনের সমস্যা ও সমাধান মোবাইল ফোনের পাওয়ার সেকশনের সমস্যা ও সমাধান
 

মোবাইল ফোনের পাওয়ার সেকশনের সমস্যা ও সমাধান


মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার মুখোমুখি হন, যার বেশিরভাগই খুব সাধারণ ধরনের৷ এসব সমস্যার কারণ ও উত্স কী, তা জানার আগ্রহ বা উত্সাহ কম থাকায় এ সমস্যার সমাধান আমাদের কাছে অজানাই থেকে যায়৷ তাই এবার মোবাইল বিভাগে কিছু সাধারণ সমস্যার কারণ ও সমাধান তুলে ধরা হলো :


মোবাইল ফোনের পাওয়ার সেকশন মূলত দুটি- চার্জিং পয়েন্ট এবং ব্যাটারি কানেকশন পয়েন্ট৷ পাওয়ার সেকশনের কম্পোনেন্টগুলো সাধারণত অন্যান্য সেকশনের চেয়ে বড়৷ ক্যাপাসিটর, পাওয়ার আইসি, ডায়োড, কয়েল, ট্রানজিস্টর, অডিও আইসি ইত্যাদি নিয়ে পাওয়ার সেকশন গঠিত৷


পাওয়ার সেকশনের কারণে যেসব সমস্যা হতে পারে তা হলো :


কল করার সময় পাওয়ার বন্ধ হওয়া


দুটি কারণে এ সমস্যা হতে পারে৷ ১. ব্যাটারি এবং ফোনের কানেকশন লুজ থাকলে৷ সমাধান : লুজ কানেকশন ঠিক করা৷ ২. ব্যাটারি কানেক্টরে ময়লা জমলে৷ সমাধান : ময়লা জমলে থিনার স্প্রে এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে৷


পাওয়ার সুইচ কাজ না করলে


কী-প্যাডের কার্বন নষ্ট অথবা কী-প্যাডে ময়লা জমলে লিকুইড কার্বন ব্যবহার করতে হবে অথবা এসিটোন দিয়ে ময়লা পরিষ্কার করতে হবে৷


মোবাইল চার্জ হয় না


চার্জার ঠিক আছে কি না দেখতে হবে৷ চার্জার কানেক্টর ও মোবাইল সেটের চার্জার সকেট ঠিক আছে কি না দেখতে হবে৷ এসিটোন ও থিনার দিয়ে পরিষ্কার করতে হবে৷ যদি পাওয়ার না আসে চার্জিং আইসির ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি ঠিক আছে কি না দেখতে হবে৷ ঠিক না থাকলে বুঝতে হবে চার্জিং আইসি নষ্ট৷ এক্ষেত্রে চার্জিং আইসি পরিবর্তন করতে হবে৷


চার্জ হচ্ছে কিন্তু পাওয়ার আসছে না


এক্ষেত্রে চার্জিং আইসির অথবা ব্যাটারির মোবাইল সেটে কানেকশন সংক্রান্ত সমস্যা হতে পারে৷ পাওয়ার সেকশনের ডায়োড বা ট্রানজিস্টর নষ্ট হতে পারে৷ যদি দেখা যায় ডায়োড বা ট্রানজিস্টর ঠিক আছে তাহলে পাওয়ার আইসি নষ্ট এবং পাওয়ার আইসি পরিবর্তন করতে হবে৷


অনেক সময় সোল্ডার পেস্ট লাগিয়ে রিসোল্ডারিং করলে কিছু কম্পোনেন্ট ঠিক হতে পারে৷


মোবাইল স্ক্রিনে চার্জ হচ্ছে দেখায় কিন্তু চার্জ হয় না


এক্ষেত্রে মোবাইল চার্জারটির মডেল ঠিক আছে কি না দেখতে হবে৷ যদি চার্জারটি ঠিক থাকে, তাহলে ক্যাপাসিটর ঠিক আছে কি না দেখতে হবে৷ সোল্ডার পেস্ট লাগিয়ে রিসোল্ডারিং করতে হবে৷ ঠিক না হলে নতুন ক্যাপাসিটর লাগাতে হবে৷


ব্যাটারি মাঝে মাঝে চার্জ হয় না


ব্যাটারি কানেক্টরে ময়লা জমলে বা লুজ কানেকশন হলে এই সমস্যা দেখা যাবে৷ থিনার স্প্রে দিয়ে পরিষ্কার করতে হবে এবং কানেকশন লুজ থাকলে তা ঠিক করতে হবে৷


খুব তাড়াতাড়ি চার্জ হয় আবার খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়


এক্ষেত্রে ফিল্টারিং ক্যাপাসিটর বা পোলারাইট ক্যাপাসিটরের সমস্যা হতে পারে৷ ফোনসেট খুলে থিনার দিয়ে পরিষ্কার করতে হবে এবং হট এয়ার গান দিয়ে হালকা হিট দিতে হবে৷


সেট হ্যাং হয়ে যায় বা কী-প্যাড কাজ করে না


কী-প্যাডের সাঙ্গে কী-কানেকশন যদি কোনো কারণে লেগে যায় তাহলে আপনার সেটটি হ্যাং হয়ে যাবে৷ আবার ময়লা বা পানি ঢুকলে সেট হ্যাং হতে পারে৷ এক্ষেত্রে থিনার বা এসিটোন দিয়ে সব কী-কানেক্টর পরিষ্কার করতে হবে৷ তারপরও না হলে প্রোগ্রামটাকে সফটওয়্যার দিয়ে রিফ্ল্যাশ করতে হবে৷


কিছু কিছু কী কাজ করে না


এ ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে কী-প্যাড পরিষ্কার করতে হবে৷ এরপর যদি না হয় তাহলে কী-কানেক্টর কমন রেখে অন্য নষ্ট লাইনের সাঙ্গে ম্যাজিকওয়্যার দিয়ে কানেকশন শর্ট করে দিলে ঠিক হবে৷


এছাড়া কিছু গুরুত্বপূর্ণ দিক হলো ব্যাটারি ঠিক আছে কি না প্রথমে তা চেক করতে হবে৷ তারপর পাওয়ার সুইচ ও চার্জার ঠিক আছে কি না দেখতে হবে৷ মাদারবোর্ডের ভোল্টেজ মেপে দেখতে হবে যে রিডিং যদি ৫-এর নিচে হয়, তাহলে পাওয়ার আইসি পরিবর্তন করতে হবে৷


পাওয়ার সেকশনের কম্পোনেন্টগুলো হলো


১. পাওয়ার আইসি

২. চার্জিং আইসি

৩. ইন্টারফেসিং আইসি

৪. ক্লক ক্রিস্টাল/আরটিসি

৫. ব্যাকআপ ব্যাটারি

৬. সিম সকেট








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।