https://www.brandellaltd.com/

হার্ডওয়্যার

ওয়ানপ্লাস ফোনের কিছু সেরা ফিচার

ওয়ানপ্লাস ফোনের কিছু সেরা ফিচার ওয়ানপ্লাস ফোনের কিছু সেরা ফিচার
 

ওয়ানপ্লাস ফোনগুলো স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি অভিজ্ঞতা প্রদান করার পরেও বেশ অসাধারণ সব এক্সক্লুসিভ ফিচার প্রদান করে থাকে অক্সিজেনওএস চালিত । এই পোস্টে জানবেন অক্সিজেন ওএস অর্থাৎ ওয়ানপ্লাস ফোনের অসাধারণ কিছু ফিচার সম্পর্কে।


কুইক লঞ্চ


আমাদের সবারই এমন কিছু প্রিয় অ্যাপ থাকে যেগুলো ফোন আনলক করার পরপর ব্যবহার করা হয় অধিকাংশ সময়ে। অধিক ব্যবহৃত এসব অ্যাপ সিংগেল ট্যাপে লঞ্চ করা যাবে কুইক লঞ্চ ফিচার ব্যবহার করে। অর্থাৎ কুইক লঞ্চ ফিচার ব্যবহার করলে লকস্ক্রিন থেকে সরাসরি প্রিয় অ্যাপে প্রবেশ করতে পারবেন ফোন আনলক করার পরপর।


এই ফিচারটি শুধুমাত্র ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট আছে এমন ওয়ানপ্লাস ডিভাইসগুলোতে কাজ করে। সেটিংস থেকে Utilities মেন্যুতে প্রবেশ করে Quick Launch অপশনে প্রবেশ করে প্রিয় অ্যাপ বা শর্টকাট কুইক লঞ্চ এর জন্য সেট করতে পারবেন।


পাওয়ার বাটন শর্টকাট


ওয়ানপ্লাস ফোনগুলোতে থাকা পাওয়ার কি সেটিংস কাস্টমাইজ করে ক্যামেরা বা অ্যাসিস্ট্যান্ট সেট করা যাবে। অর্থাৎ পাওয়ার কি এর মাধ্যমে গুগল এসিস্ট্যান্ট বা ক্যামেরা চালু করা যাবে সহজে। সেটিংস থেকে Buttons & Gestures অপশনে প্রবেশ করে পাওয়ার বাটন শর্টকাট সেট করতে পারবেন।

ডার্ক মোড


অক্সিজেন ওএস এর ডার্ক মোড অন্য অ্যান্ড্রয়েড ফোনের ডার্কমোড থেকে কিছুটা হলেও আলাদা। ওয়ানপ্লাস ফোনে তিন ধরনের অপশন থেকে ডার্ক মোড সেট করা যায়। Enhanced অপশন ব্যবহার করে পিচ-ব্ল্যাক ডার্ক মোড সেট করা যায়। অন্যদিকে Medium ও Gentle ডার্ক মোড মূলত সুর্যের আলোতেও ফোন ব্যবহারের উপযোগী গ্রে শেড প্রদান করে।


প্রাইভেট সেইফ


অক্সিজেন ওএস এর Private Safe ফিচার ব্যবহার করে ওয়ানপ্লাস ফোনে ছবি, ভিডিও, ডকুমেন্ট, অডিওসহ যেকোনো ধরনের ফাইল লুকিয়ে রাখা যাবে নিরাপদে। এই ফিচার ব্যবহার করে হাইড করা ফাইল আপনি ছাড়া অন্যকেউ অ্যাকসেস করতে পারবেনা। সেটিংস থেকে Privacy মেন্যুতে প্রবেশ করে Private Safe অপশন থেকে এই ফিচার চালু করতে পারবেন। ৬ডিজিট এর পিন এর পাশাপাশি পিন সেট করে প্রাইভেট সেইফ সেটাপ করা যাবে। আবার চাইলে হোমস্ক্রিনে শর্টকাট এড করা যাবে সহজে লুকানো ফাইল অ্যাকসেস করতে।


এডভান্সড ব্যাটারি অপশন


ওয়ানপ্লাস ফোনে ব্যাটারি নিজের সুবিধামত ব্যবহারের সুযোগ রয়েছে, অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে ব্যাটারির ব্যবহারকে অপটিমাইজ করতে পারবেন। Advanced সেটিংস থেকে হাই-পারফরম্যান্স মোড চালু করে ফোনে বাড়তি স্পিড যোগ করতে পারেন প্রয়োজনে। ওদিকে স্লিপ স্ট্যান্ডবাই অপটিমাইজেশন এর মাধ্যমে ফোন অফ থাকলে তখন ব্যাটারি সেভ হয়। অপটিমাইজড নাইট চার্জিং মূলত এডাপ্টিচ চার্জিং সুবিধা প্রদান করে ওয়ানপ্লাস ফোনে।


থিম স্টোর


ওয়ানপ্লাস ফোনগুলোতে সবচেয়ে আন্ডাররেটেড ফিচার হলো থিম স্টোর। থিম স্টোর ব্যবহার করে খুব সহজে ফোনের লুক বদলে দিতে পারবেন। আইকন প্যাক, ওয়ালপেপার,ফন্টস, আনলক স্টাইল ইত্যাদি বিষয় কাস্টমাইজ করা যাবে থিম স্টোর এর মাধ্যমে৷ আপনার হাতের ওয়ানপ্লাস ফোনটিকে নিজের মত করে সাজাতে চাইলে Theme Store ঘুরে আসতে পারেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।