https://gocon.live/

হার্ডওয়্যার

গেমারদের পুরষ্কৃত করলো গিগাবাইট

গেমারদের পুরষ্কৃত করলো গিগাবাইট গেমারদের পুরষ্কৃত করলো গিগাবাইট
 

৩০ অক্টোবর স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো গিগাবাইট গেমিং এওয়ার্ড নাইট। সম্প্রতি ইন্ট্রা অরোজ কাপ সিজন ১ আয়োজন করে গিগাবাইট বাংলাদেশ। প্রতিযোগিতায় ভেলরেন্ট গেমসে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে এক্সেলসর ই-স্পোর্টস এবং রানার আপ হয়েছে ডেড আই ই-স্পোর্টস। 


প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অন্য দলগুলো ছিল অরেলিয়াস ই-স্পোর্টস, অলিম্পিয়ানস ই-স্পোর্টস, ৬৪বিট ই-স্পোর্টস এবং গ্রিড ই-স্পোর্টস। এছাড়াও সিএসগো গেমে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে 'ট্রিনিটি ই-স্পোর্টস', ১ম রানার আপ হয়েছে 'রিভাইভাল ই-স্পোর্টস' এবং ২য় রানার আপ হয়েছে 'ম্যান আই লাভ ফিশিং' দল। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরি এবং মিডিয়া এন্ড কমিউনিকেশন্স হেড মাহফুজুর রহমান মুকুল। 


গিগাবাইট গেমিং এওয়ার্ড নাইটে প্রধান অতিথির বক্তব্যে জাফর আহমেদ বলেন, স্মার্ট টেকনোলজিস এবং গিগাবাইট সবসময়ই বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রিকে উৎসাহ দিয়ে এসেছে। 


খাজা মো. আনাস খান বলেন, ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের সামনে একটি দারুন ভবিষ্যত অপেক্ষা করছে। বর্তমান সময়ের তরুন প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে ই-স্পোর্টসের সাথে তাল মেলাতে আমরা গিগাবাইটের পক্ষ থেকে কাজ করে যাবো।








১ টি মন্তব্য

  • Md Shamim Miah

    Md Shamim Miah

    ২০২২-১১-০২ ১৩:৫৩:৫৫

    No time for playing games



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।