চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে বাইটড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে শপিং নামের এ সুবিধা চালু করবে টিকটক। এতে ভিডিও দেখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পছন্দের পণ্য কেনা যাবে।
টিকটক জানায়, বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। নতুন এ শপিং সুবিধায় অ্যাপের ভেতরেই পণ্য কেনার সুযোগ পাওয়া যাবে। ফলে টিকটক ব্যবহারকারী অনলাইনে পণ্য কেনাকাটায় নতুন অভিজ্ঞতা পাবেন।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক টিকটক ব্যবহারকারী পণ্য কেনার সুযোগ পাবেন। এ জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের শপিং প্রোগ্রামে যোগ দিতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে টিকটক।