ওয়ানপ্লাসের-এর নতুন ফোন 'ওয়ান প্লাস এইস টু প্রো' চীনে ১৬ আগস্ট উন্মোচন করা হবে। কোম্পানি ঘোষণা করেছে, স্মার্টফোনের বাজারে ইতিহাসে প্রথমবারের মতো এই ফোনে ২৪ জিবি র্যাম যুক্ত করা হবে। পাশাপাশি এতে ১ টেরাবাইট স্টোরেজও থাকবে।
যদিও গত মাসের 'রেড ম্যাজিক এইটএস প্রো প্লাস' ফোনে ২৪ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজও ছিল।
কোম্পানি ইতিমধ্যেই আসন্ন ফোনের প্রসেসর হিসাবে কোয়ালকমের সর্বশেষ 'স্ন্যাপড্রাগন ৮ জেন ২' চিপসেট ব্যাবহারের ঘোষণা করেছে।
যারা মোবাইলে ভিডিও দেখতে বা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য ফোনটিতে ১.৫কে পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৭৪-ইঞ্চি স্ক্রিন রয়েছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। সেলফি ক্যামেরা বা সামনের ক্যামেরা হবে পাঞ্চ হোল।
সুপারভোস ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার যুক্ত ফোনটিতে একটি ৫ হাজার এমএএইচ লিথিয়ামআয়ন ব্যাটারি যুক্ত থাকবে।
এই ফোনটি একসাথে ৫৪ টি অ্যাপ খোলা রেখে ও পাশাপাশি আরও ৪১ টি অ্যাপ চালু রেখে অনায়াসে ব্যবহার করা যাবে।
সূত্র : গ্যাজেটস ৩৬০











০ টি মন্তব্য