https://powerinai.com/

১৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত ট্যাব এনেছে শাওমি

১৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত ট্যাব এনেছে শাওমি

১৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত ট্যাব এনেছে শাওমি ১৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত ট্যাব এনেছে শাওমি
 

গ্যাজেট নির্মাতা ব্র্যান্ড শাওমির নতুন ট্যাব 'শাওমি প্যাড ৬ ম্যাক্স' সোমবার (১৪ আগস্ট) চীনা বাজারে উন্মোচিত হয়েছে। এই নতুন ট্যাবে একটি ১৪ ইঞ্চি প্রশস্ত স্ক্রিন যুক্ত করা হয়েছে। এলসিডি প্যানেলের রেজোলিউশন হল ২.৮কে এবং এর রিফ্রেশ রেট হল ১২০ হার্জ৷ এটি অবশ্যই আপনার ভিডিও দেখার  অভিজ্ঞতাকে দারুণ করে তুলবে।

মাত্র ৬.৫৩ এমএম পুরু এবং ৭৫০ গ্রাম ওজনের এই ট্যাবটি একটি ৪-ন্যানোমিটার কোয়ালকম 'স্ন্যাপড্রাগন ৮ জেন ১' চিপসেট দ্বারা চালিত। অক্টা কোর প্রসেসর সহ ডিভাইসটিতে জিপিইউ হিসাবে অ্যাড্রিনো ৭৩০ যুক্ত করা হয়েছে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক এমআইইউআই প্যাড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। সামগ্রিকভাবে, এর পারফরম্যান্স গেমারদের জন্য আদর্শ হওয়া উচিত বলে ধারনা করা হচ্ছে। 

এর প্রধান ক্যামেরাটিতে ডুয়াল-লেন্স সেটআপ রয়েছে এবং এটি ৪কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এর প্রধান লেন্সটি ৫০ মেগাপিক্সেল এবং আরেকটি লেন্স ২ মেগাপিক্সেল। এছাড়াও, সামনে/সেলফি ক্যামেরায় একটি ২০-মেগাপিক্সেল সেন্সর যুক্ত করা হয়েছে। এটিতে একটি আলাদা কীবোর্ডও যুক্ত করা যেতে পারে। 

যারা একটু সংগীত প্রেমী বা গেমে ভালো সাউন্ড কোয়ালিটি চান তাদের জন্য ট্যাবটি একটি চমৎকার বিকল্প হতে পারে কারণ এতে ডলবি অ্যাটমস ফাংশন সহ ৮ টি স্পিকার রয়েছে। এটিতে একটি ১০ হাজার এমএএইচ  লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং একটি ৬৭-ওয়াট চার্জিং অ্যাডাপ্টার রয়েছে। ফলে ব্যাটারি বড় হলেও দ্রুত চার্জ হবে। এর টাইপ-সি চার্জিং পোর্ট ওটিজি কেবল সমর্থন করে।

এতে কোনো কার্ড স্লট বা সিম স্লট থাকছে না। শুধু ওয়াইফাই দিয়ে ডিভাইসটি ব্যবহার করা যাবে। এমনকি ৩.৫ এমএম অডিও হেডফোন জ্যাকও থাকছে না। কোনো এফএমরেডিও ফিচারও এতে যুক্ত থাকছে না।  

শাওমি প্যাড ৬ ম্যাক্স -৫১২ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম এই দুই ভ্যারিয়েন্টে চীনের বাজারে পাওয়া যাবে। ট্যাবটি কালো ও রুপালি এই দুই রঙয়ে হয়ে থাকবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।