https://powerinai.com/

NID সার্ভার সহ সরকারী বেসরকারী অনেক অনলাইন নির্ভর সার্ভার এখন বন্ধ এবং কিছু হ্যাকারদের দখলে-

NID সার্ভার সহ সরকারী বেসরকারী অনেক অনলাইন নির্ভর সার্ভার এখন বন্ধ এবং কিছু হ্যাকারদের দখলে-

NID সার্ভার সহ সরকারী বেসরকারী অনেক অনলাইন নির্ভর সার্ভার এখন বন্ধ এবং কিছু হ্যাকারদের দখলে- NID সার্ভার সহ সরকারী বেসরকারী অনেক অনলাইন নির্ভর সার্ভার এখন বন্ধ এবং কিছু হ্যাকারদের দখলে-
 

এই মুহুর্তে দরকার ছিল BDIX নেটওয়ার্ক এর সুবিধা নেওয়া, BDIX হলো দেশের সকল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (ISP) এর একটি আন্তনেটওয়ার্ক ব্যবস্থা। যেখানে সংশ্লিষ্ট সার্ভারকে ওয়াল্ডওয়াইড ইন্টারনেট ব্যবস্থা থেকে দুরে রেখে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সেবা দেওয়া সম্ভব। দেশের ইন্টারনেটে সংযুক্ত ব্যবহারকারীরা কোনো না কোন দিক দিয়ে এই BDIX এর সাথে কানেকটেড থাকেন। 

তাই BDIX এর মাধ্যমে বড় ধরনের সাইবার অ্যাটাক মোকাবেলায় ‘ওয়াল্ডওয়াইড নেটওয়ার্ক’ সাময়িক বিচ্ছিন্ন রেখে (এর মানে শুধু সেই সার্ভার কে ‘ওয়াল্ডওয়াইড নেটওয়ার্ক’ থেকে ডিসকানেক্ট রাখা)  দেশের অভ্যন্তরীন আন্তনেটওয়ার্ক ব্যবস্থা BDIX এর সুবিধা নিয়ে দেশের অভ্যন্তরীন সিস্টেমগুলো সচল রাখা ও সেবা চালিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে দেশের বাইরে থেকে কোন হ্যাকার অ্যাটাক করতে পারবে না, দেশের মধ্যে থেকে কোন হ্যাকার অ্যাটাক করলে তাকে সহজেই ট্রেস করা যাবে। তবে এক্ষেত্রে উক্ত সেবার সাথে দেশের বাইরের কোন ইউজার থাকলে তারা সাময়িক সময়ের জন্য সেবা পাবেন না।  

এছাড়াও দেশের সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠানই আছে যারা অভ্যন্তরীন ডেটা ম্যানেজমেন্ট কিংবা ওয়েববেজড সিস্টেমগুলোর হোস্টিং ও সেবা পরিচালনা করেন বিদেশি ক্লাউড সার্ভারের মাধ্যমে। তাই সময় এসেছে  এই ধরনের সেবার জন্য দেশের ভিতরেই নিজস্ব সার্ভারের মাধ্যমে সেবা পরিচালনা করা এবং দেশের ডেটা সেন্টারেই বৃহৎ পরিসরে ক্লাউড সার্ভার ব্যবস্থা স্থাপন করা।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।