এলজি শীঘ্রই বিশ্ব বাজারে স্যুটকেস টেলিভিশন নিয়ে আসছে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সামনে বিশ্বকাপ। আপনি হয়তো পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে গেছেন। রাত্রিযাপন করছেন তাঁবুতে। আপনি কি বাংলাদেশের ম্যাচ মিস করবেন? আপনার হাতে একটা মোবাইল আছে। আপনি চাইলে অনলাইনে খেলা দেখতে পারেন। কিন্তু বড় পর্দায় সবাই মিলে একসঙ্গে খেলা দেখার যে মজা, তা কি মোবাইল ফোনের স্ক্রিনে মেলে? অনেকেই বাড়িতে ৪৩ ইঞ্চি টিভি রেখে রাস্তার কোণে ঝুলন্ত প্রজেক্টরের স্ক্রিনে বিশ্বকাপ খেলা দেখেন! আপনি ভ্রমণ করার সময় যাতে আপনার টিমের খেলা দেখা মিস না করেন, এলজি সে ব্যবস্থা করছে। হ্যাঁ, অত বড় পর্দা হয়তো মিলবে না। কিন্তু ২৭ ইঞ্চি টেলিভিশনই বা কম কী? সেটাও তো খুব একটা ছোট নয়।
এলজির 'স্ট্যান্ডবাই মি গো' মডেলের টিভিতে রয়েছে ২৭ ইঞ্চি স্ক্রিন। তবে এর দুর্দান্ত বৈশিষ্ট্য হল যে সবকিছুই একটি স্যুটকেসের ভিতরে ইনস্টল করা থাকে। সুটকেস খুললেই টিভি চালু হবে। তখন টেলিভিশনের পর্দাটা সোজা করে দাঁড় করালেই ব্যবহারের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে।
আর সব স্মার্ট টিভির মতো এই টিভিতেও সুযোগ-সুবিধা রয়েছে অনেক। গান শোনা, ভিডিও দেখা, ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। এতে চারটি বিল্ট-ইন স্পিকার রয়েছে। তাই আপনি খুব জোরে গান এবং ভিডিও শুনতে পাবেন। ভ্রমণের সময় সর্বদা হাতের কাছে বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে। সেই কথা মাথায় রেখে, এই টিভিতে রাখা হয়েছে একটি বিল্ট ইন ব্যাটারি, যা একবার চার্জে তিন ঘন্টা পর্যন্ত চলবে।
এতে আছে অ্যাপল এয়ারপ্লে ব্লুটুথ প্রযুক্তি অন্তর্ভুক্ত। ফলস্বরূপ, আপনি সহজেই স্ক্রিন মিররিংয়ের সাহায্যে এই টিভিতে যে কোনও আইফোন বা আইপ্যাড ভিডিও দেখতে পারবেন। এটি ব্যবহার করার জন্য স্যুটকেস থেকে টিভি বের করার কোন প্রয়োজন নেই। এটি সোজা রাখার জন্য ভিতরে একটি সুবিধাজনক স্ট্যান্ড রয়েছে। আপনি চাইলে স্ক্রিনটিও রোটেডও কোরতে পারেন। অর্থাৎ, একটি মোবাইল ফোনের মতো, আপনি এটি আড়াআড়ি এবং উল্লম্বভাবে উভয়ই ব্যবহার করতে পারেন। এতে ভয়েস কন্ট্রোল ফাংশনও রয়েছে যা আপনি খুব সহজে ব্যাবহার কোরতে পারেন।
এতে রয়েছে এইচডি পর্দা। অর্থাৎ এর ডিসপ্লের রেজল্যুশন ১০৮০ পি। তাই আপনি উচ্চমানের ভিডিও দেখতে পারবেন এই তিভিতে। আগস্টের শেষ দিকেই যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে টিভিটি। প্রাথমিকভাবে এর দাম পড়বে ১ হাজার ইউএস ডলার।











০ টি মন্তব্য