আফ্রিকান দেশ সোমালিয়া অশ্লীল কনটেন্ট এবং মিথ্যার বিস্তার রোধ করতে টিকটক, টেলিগ্রাম এবং ওয়ানএক্সবেট নিষিদ্ধ করেছে।
রোববার (২০ আগস্ট) এক বিবৃতিতে দেশটির যোগাযোগমন্ত্রী জামা হাসান খলিফ এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, দেশটির যোগাযোগমন্ত্রী ইন্টারনেট কোম্পানিগুলোকে এসব অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে যে দেশের অনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীগুলি জনসাধারণের কাছে ভয়ঙ্কর ছবি এবং ভুল তথ্য ছড়িয়ে দিতে এই অ্যাপগুলি ব্যবহার করে।
দেশটির স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা প্রায়ই টিকটক এবং টেলিগ্রামে তাদের কার্যকলাপ সম্পর্কে পোস্ট করে।
দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ আগামী পাঁচ মাসের মধ্যে সামরিক অভিযানের মাধ্যমে আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবকে নির্মূল করার অঙ্গীকার করেছেন। এই সামরিক অভিযান ঘোষণার কয়েকদিন পর দেশটির যোগাযোগ মন্ত্রী সামাজিক নেটওয়ার্ক নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
টিকটক, টেলিগ্রাম এবং ওয়ানএক্সবেট-এর কর্মকর্তারা অ্যাপটিকে নিষিদ্ধ করার সোমালি সরকারের সিদ্ধান্ত সম্পর্কে রয়টার্সের অনুরোধের সাথে সাথে সাড়া দেননি।
সোমালিয়ায় ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য তাদের ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে।
অনলাইনে বাজি ধরার জন্য সোমালিয়া ওয়ানএক্সবেট তুমুল জনপ্রিয়। বিশেষ করে বিভিন্ন ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ওয়েবসাইটে বিপুল পরিমাণ অর্থের বাজি হয় দেশটিতে।
এদিকে, চীনের সরকারের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরের মে মাসে প্রথম এই অ্যাপটি নিষিদ্ধ করে দেশটির মন্টানা রাজ্য।











০ টি মন্তব্য